• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

সোসিয়েদাদকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সেলোনা


ফারজানা ববি
প্রকাশিত: মার্চ ১৪, ২০২২, ০৮:৪০ এএম
সোসিয়েদাদকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সেলোনা

বার্সেলোনা পুরুষ দল ধারাবাহিক পারফর্ম করতে না পারলেও নারী দল ধারাবাহিক ফর্ম ধরে রেখেছে। প্রিমেরা ডিভিশন লিগে রিয়াল সোসিয়েদাদকে ৫-০ গোলে হারিয়ে তারা চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করেছে।

রোববার লিগের ২৪তম রাউন্ডে মাঠে নামে সোয়িয়েদাদ ও বার্সেলোনা। ছয় ম্যাচ বাকি থাকতেই শিরোপা নিশ্চিত করে বার্সেলোনা। টানা তৃতীয়বারের মতো লিগ চ্যাম্পিয়ন তারা।

গত বছরের ব্যালন ডি’অর জয়ী অ্যালেক্সিয়া পুতেলাস প্রথমার্ধের শেষ দিকে মাত্র দুই মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন। দ্বিতীয়ার্ধে পাত্রিসিয়া গিহারো ব্যবধান আরও বাড়ান। চতুর্থ গোলটি আসে সোসিয়েদাদের আত্মঘাতী গোলের মাধ্যমে। জেনিফার এরমোসো শেষ গোলটি করে দলের জয় ৫-০ ব্যবধানে নিশ্চিত করেন। 

লিগে ধরাছোঁয়ার বাইরে বার্সেলোনা। শতভাগ সাফল্য তাদের ঝুলিতে। জয় পেয়েছে ২৪ ম্যাচের সবগুলোয়। চলতি মৌসুমে চার শিরোপার দৌড়ে টিকে আছে বার্সেলোনা। সব কটি ম্যাচে জয়ের সম্ভাবনা আছে তাদের।

খেলা বিভাগের আরো খবর

Link copied!