• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

সুপার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে বাংলাদেশ


ফারজানা ববি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২২, ০৩:১০ পিএম
সুপার লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে বাংলাদেশ
ছবি সংগৃহীত

গতকাল শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) আরেকটি ওয়ানডে সিরিজ নিজেদের দখলে নিয়েছে বাংলাদেশ। আফগানিস্তানকে হারিয়ে ঘরের মাঠে টানা পঞ্চম ওয়ানডে সিরিজ জয় করেছে তামিম ইকবালরা।

আফগানিস্তানকে ৮৮ রানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত হওয়ার পাশাপাশি আরও বড় সুসংবাদ পেয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ভারতের মতো দলগুলোকে পেছনে ফেলে আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান দখল করেছে বাংলাদেশ।

আগামী বছরের মার্চ পর্যন্ত তালিকার শীর্ষ আটে থাকলেই মিলবে দারুণ সুযোগও। শীর্ষ আট দল সরাসরি ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। ১৪ ম্যাচের ১০ জয়ে ১০০ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন সবার শীর্ষে। দ্বিতীয় স্থানে থাকা ইংল্যান্ডের ১৫ ম্যাচে পয়েন্ট ৯৫।

শুক্রবার আফগানদের হারিয়ে বাংলাদেশ ২৯তম সিরিজ জয়ের স্বাদ পেয়েছে। আগের ২৮ সিরিজের মধ্যে প্রতিপক্ষের বিপক্ষে ১৫ বার সিরিজের সবগুলো ম্যাচ জিতে হোয়াইটওয়াশ করার কৃতিত্ব অর্জন করেছে টাইগাররা।

খেলা বিভাগের আরো খবর

Link copied!