• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

সুপার ওভারে অস্ট্রেলিয়ার কাছে শ্রীলঙ্কার হার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২২, ০৭:৪৫ পিএম
সুপার ওভারে অস্ট্রেলিয়ার কাছে শ্রীলঙ্কার হার

অ্যারন ফিঞ্চের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া আজ রবিবার (১৩ ফেব্রুয়ারি) সিডনিতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে হারিয়েছে। এর ফলে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ তে এগিয়ে গেছে তারা।

প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ৬ উইকেটে ১৬৪ রান করে। পাথুম নিসাঙ্কার ৭৩ রানে ভর করে শ্রীলঙ্কা ম্যাচটিকে সুপার ওভারে নিয়ে যায়। তাদেরও ইনিংস থামে ১৬৪ রানে ৮ উইকেটে।

শেষ ওভারে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ১৯ রান। টি-টোয়েন্টি কঠিন হলেও অসম্ভব না। চার ছয়ের মাঝে উইকেটও হারাল সফরকারীরা। ম্যাচের শেষ বলে দরকার ছিল ৫ রান। দুশমন্থ চামিরা চার মেরে যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন।

ম্যাচ গড়ায় সুপার ওভারে। তবে ম্যাচে সুপার ওভারের উত্তেজনার ছিটেফোঁটাও ছিল না। সুপার ওভারে প্রথমে ব্যাটিংয়ে নামে শ্রীলঙ্কা। জশ হ্যাজেলউডের বোলিং নৈপুণ্যে মাত্র ৬ রানের লক্ষ্য দিতে পারে শ্রীলঙ্কা। ৩ বল হাতে রেখেই জয় পায় অস্ট্রেলিয়া।

খেলা বিভাগের আরো খবর

Link copied!