চট্টগ্রাম পর্ব শেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্ব আবারও শুরু হচ্ছে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দিনের প্রথম ম্যাচে সিলেট সানরাইজার্সের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন খুলনা টাইগার্সের অধিনায়ক মুশফিকুর রহিম।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হয়েছে দুপুর সাড়ে ১২টায়।
পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে দুই দলই। ফলে এই ম্যাচে উভয় দলই চাইবে জয় তুলে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে।
খুলনা টাইগার্স একাদশ : আন্দ্রে ফ্লেচার, সৌম্য সরকার, ইয়াসির আলী, মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহেদী হাসান, থিসারা পেরেরা, সিকুগে প্রসন্ন, জাকের আলী (উইকেটরক্ষক), কামরুল ইসলাম রাব্বি, খালেদ আহমেদ, নাবিল সামাদ।
সিলেট সানরাইজার্স একাদশ : লেন্ডল সিমন্স, আনামুল হক বিজয় (উইকেটরক্ষক), কলিন ইনগ্রাম, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), নাদিফ চৌধুরী, মুক্তার আলী, সোহাগ গাজী, জুবায়ের হোসেন, শিরাজ আহমেদ, নাজমুল ইসলাম।