• ঢাকা
  • বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২০, ২০২২, ০১:৩৭ পিএম
সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ
ছবি- সংগৃহীত

দীর্ঘ ২০ বছর ও তিন ফরম্যাটে ১৯ ম্যাচের  খরা শেষে দক্ষিণ আফ্রিকার মাটিতে জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এবার সিরিজ জয়ের লক্ষ্যে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে টাইগার অধিনায়ক তামিম ইকবাল।

রোববার (২০ মার্চ) জোহানেসবার্গের ওয়ান্ডার্স স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচের খেলাটি বাংলাদেশ সময় দুপুর ২ টায় শুরু হবে।

বাংলাদেশ তাদের একাদশে কোনো পরিবর্তন আনেননি। তবে সিরিজে টিকে থাকতে দক্ষিণ আফ্রিকা তাদের একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে।

উইকেটকিপার ব্যাটসম্যান কুইন্টন ডি কক একাদশে ফিরেছেন। এছাড়া বাহাতি পেস অলরাউন্ডার ওয়াইন পারনেল ও স্পিনার তাবরিজ শামসিকে রেখেছে তারা। তাদেরকে দলে জায়গা দিতে এইডেন মার্করাম, অ্যান্ডিলে ফেহলুকওয়ায়ো ও মার্কো জানসেন একাদশ থেকে বাদ পড়েছেন। 

সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম ম্যাচে দলগত পারফর্মেন্সে জয় তুলে নিয়েছে টাইগাররা। প্রথমে তামিম-লিটনের জুটিতে বাংলাদেশের ইনিংসের শক্ত ভিত গড়ে দিয়েছিলেন। এরপর সাকিব-ইয়াসির দলকে বড় সংগ্রহ এনে দিতে বড় ভূমিকা রেখেছিলেন। বোলিংয়ে বাংলাদেশের পেসাররা নতুন বলের সবটুকু সুবিধা পেয়েছিল। যার কারণে পঞ্চাশ রানের আগেই টপ অর্ডারকে ভেঙে চুরমার করে দিয়েছিল শরিফুল-তাসকিনরা। এরপর শেষদিকে দুর্দান্ত বোলিং উপহার দিয়েছিলেন মেহেদি হাসান মিরাজ।

অন্যদিকে এই ম্যাচ জিতে সিরিজে টিকে থাকতে মরিয়া টেম্বা বাভুমার দল। কিন্তু দলটা যখন বাংলাদেশ, তখন জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত নন প্রোটিয়া অধিনায়ক। এজন্য বাংলাদেশের মতো সব বিভাগে উন্নতি করতে হবে বলে ম্যাচের আগে জানিয়ে দিয়েছেন তিনি।

বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। 

দক্ষিণ আফ্রিকার একাদশ: জ্যানেমান মালান, কাইল ভেরিন, টেম্বা বাভুমা (অধিনায়ক), রাসি ভ্যান ডের ডুসেন, ডেভিড মিলার, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), ওয়েন পারনেল, তাবরাইজ সামসি, কেশব মহারাজ, কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিদি। 

খেলা বিভাগের আরো খবর

Link copied!