• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

সিডনিতে কোনোমতে হার এড়াল ইংল্যান্ড


ফারজানা ববি
প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২২, ০২:১১ পিএম
সিডনিতে কোনোমতে হার এড়াল ইংল্যান্ড

প্রথম তিন টেস্টে হেরে আগেই অ্যাশেজ হারিয়েছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ায় গিয়ে হারের বৃত্তে হাবুডুবু খেতে থাকা ইংলিশরা সিডনিতেও সুবিধা করতে পারছিল না। চতুর্থ টেস্টে জো রুটদের সামনে রানের পাহাড় ছুড়ে দিয়েছিল অস্ট্রেলিয়া। সেই রান তাড়া করতে নেমে হারতে হারতে ম্যাচটি ড্র করল সফরকারীরা।

চতুর্থ ইনিংসে জয়ের জন্য ইংল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩৮৮ রানের। চতুর্থ দিনের শেষে ইংল্যান্ড শেষ ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ৩০ রান তুলেছিল। জিততে হলে শেষ দিনে ইংল্যান্ডকে তুলতে হতো আরও ৩৫৮ রান। যা একপ্রকার অসম্ভবই ছিল। অন্যদিকে অস্ট্রেলিয়ার দরকার ছিল ১০ উইকেট।

ইংল্যান্ড শেষ পর্যন্ত থামে ২৭০ রানে, ৯ উইকেটের হারিয়ে। ইংলিশদের একের পর এক উইকেট পতনে শঙ্কা জেগেছিল জয় তো দূরে থাক, ম্যাচ হয়তো ড্রও করতে পারবে না জো রুটরা। তবে ২৩৭ রানে ৮ উইকেটের পতনের পর লম্বা বিরতি নিয়ে নবম উইকেটের পতন ঘটে। জ্যাক লিচ গুরুত্বপূর্ণ ৩৪ বলে ২৬ রান করেন। অন্যদিকে, পুরো ম্যাচ জুড়ে দাপট দেখিয়েও ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় প্যাট কামিন্সদের।

Link copied!