• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাকিব দেশে ফিরতে চাইলে সহযোগিতা করবে বোর্ড


ফারজানা ববি
প্রকাশিত: মার্চ ২১, ২০২২, ১০:২৭ এএম
সাকিব দেশে ফিরতে চাইলে সহযোগিতা করবে বোর্ড

বাংলাদেশ দল এখন দক্ষিণ আফ্রিকায় খেলছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দুই ম্যাচ শেষ হয়েছে এরমধ্যে। দ্বিতীয় ম্যাচ হারলেও প্রথম ম্যাচ জিতে ১-১ সমতায় আছে বাংলাদেশ। 

দেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান প্রথম ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে ম্যাচসেরা হয়ে স্বস্তিতে থাকলেও তার জন্য দেশ থেকে গেল দুঃসংবাদ। তার মা, শাশুড়ি ও তিন সন্তান হাসপাতালে ভর্তি আছেন।

পরিবারের এই দুঃসময়ে সাকিব তাদের পাশে থাকার জন্য দক্ষিণ আফ্রিকা থেকে উড়াল দেবেন কিনা—এখনো নিশ্চিত না। তবে পরিস্থিতি বিবেচনা করে সোমবার তিনি সিদ্ধান্ত জানাবেন বলে বিসিবির পক্ষ থেকে জানানো হয়।

সাকিবের এই দুঃসময়ে তার পাশে থাকার কথা জানিয়েছে বোর্ড। নির্বাচক হাবিবুল বাশার সুমন গণমাধ্যমকে জানিয়েছেন, এই সময়ে সাকিবের যে কোনো সিদ্ধান্তে বোর্ডের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে।

হাবিবুল বাশার বলেন, “সাকিব এখনো সিদ্ধান্ত নেয়নি। ঢাকায় নিয়মিত যোগাযোগ রাখছে। দেশে ফিরে যাবে কিনা সোমবার পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেবে। সে দেশে ফিরবে কিনা এটা তার পরিবারের অসুস্থ সদস্যদের শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে।”

Link copied!