• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাকিবের ত্যাগে মুগ্ধ সুজন, সিরিজ জয়ের প্রত্যয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২২, ২০২২, ০৪:৪৩ পিএম
সাকিবের ত্যাগে মুগ্ধ সুজন, সিরিজ জয়ের প্রত্যয়
ফাইল ছবি

দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন দক্ষিণ আফ্রিকায় অবস্থান করছে। প্রোটিয়াদের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ এ সমতায় বেশ ভালো অবস্থানে রয়েছে টাইগাররা। তবে দেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আছেন বড় দুশ্চিন্তায়। পরিবারের পাঁচ সদস্য অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। 

সাকিবের মা দীর্ঘদিনের হার্টের রোগী। রুটিন চিকিৎসা চললেও অবস্থা খারাপ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এখন আগের চেয়ে কিছুটা উন্নতি হলেও পুরোপুরি স্বাভাবিক হতে পারেননি তিনি। এছাড়া সাকিবের ছেলে আইজাহ আল হাসান ও মেজো মেয়ে ইরাম হাসান নিউমোনিয়া ও বড় মেয়ে আলাইনা হাসান ঠান্ডা জ্বরে ভুগছেন।
 
এছাড়া সাকিবের শাশুড়ি ক্যানসারে আক্রান্ত বলেও জানা গেছে। তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেওয়া হচ্ছে। 

এমন অবস্থার মধ্যে সাকিব দেশে ফিরে আসতে চাইছিলেন। কিন্তু সিরিজের শেষ ওয়ানডে খেলার জন্য কয়েক দফা টিকিট বুকিং দিয়েও বাতিল করেছেন। দেশের জন্য সাকিবের এমন ত্যাগে মুগ্ধ বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।

সাকিবের দেশে ফেরা কিংবা না ফেরা নির্ভর করছে মা-সন্তানদের স্বাস্থ্যের অগ্রগতির ওপর। দেশ থেকে কিছুটা ভালো খবর পাওয়ায় সাকিব থেকে গেছেন। তবু এ সময়ে পরিবার ছেড়ে থাকাটা ভীষণ কষ্টের।

সুজন বলেছেন, ‘‘এতে তো কারোরই হাত নেই। খুব জরুরি একটা ব্যাপার। পারিবারিক বিষয় যেকোনো মানুষের জন্যই গুরুত্বপূর্ণ। ওর (সাকিব) জন্যও। কিন্তু সে এখন থেকে যাচ্ছে। সাকিব এই সেক্রিফাইসটা হয়তো করেছে এই সিরিজটার জন্য। এটা আমাদের ও বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো খবর।’’

শুরুতে শারীরিক ও মানসিক কারণে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে না চাইলেও পরে একাই দক্ষিণ আফ্রিকা যান বাঁহাতি এই অলরাউন্ডার। যাওয়ার পর থেকেই দলের জয়ে অবদান রাখতে কঠোর পরিশ্রম করছেন তিনি। বুধবার সেঞ্চুরিয়নের তৃতীয় ম্যাচটি অলিখিত ফাইনালে রূপ নিয়েছে। শেষ ম্যাচটি জিততে মুখিয়ে আছেন বাঁহাতি অলরাউন্ডার।

সুজন বলেছেন, “সে পুরোপুরি খেলতে চায়। প্রথম থেকে একই মানসিকতা নিয়ে আছে। খেলার ব্যাপারে খুবই আন্তরিক। প্রথম ম্যাচে সেরা খেলোয়াড় হলো। দ্বিতীয় ম্যাচে রান করেনি, বোলিং দারুণ করেছে। খেলার ভেতরে ডুবেছিল। সিরিজটা জিততে চায় সাকিব। ও জানে আমাদের জন্য তাকে ছাড়া এই কম্বিনেশনে উন্নতি করা কতটা কঠিন।”

উল্লেখ্য, সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে আগামীকাল বুধবার (২৩ মার্চ) সেঞ্চুরিয়নের সুপার স্পোর্টস পার্কে মুখোমুখি হবে দুদল।  
 

Link copied!