দক্ষিণ আফ্রিকা সিরিজে দলের অলরাউন্ডার সাকিব আল হাসানকে পাওয়া নিয়ে বেশ সংশয় ছিল। বিতর্কও জন্ম দিয়েছিল সাকিব অনাগ্রহী থাকার বিষয়টি। বিসিবি ও সাকিবের বৈঠকের পর সিদ্ধান্ত হয় দলের সঙ্গে যোগ দিতে যাচ্ছেন তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে শুক্রবার (১৮ মার্চ) মাঠেও দেখা যাবে দেশসেরা এই তারকাকে।
সাকিব জানিয়েছিলেন, শারীরিক ও মানসিকভাবে তিনি খেলার উপযুক্ত অবস্থায় নেই। বিসিবি তাকে বিশ্রামও দিয়েছিল। কিন্তু পরে সিদ্ধান্ত পরিবর্তন করে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। সাকিব দলে থাকায় খুশি প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো সক্ষমতা আছে তার—তেমনটাই ভাবেন দলের কোচ।
ডমিঙ্গো বলেন, “সাকিব আমাদের দলে ভারসাম্য বজায় রাখে। যখন সে দলে থাকে না, ম্যাচগুলো কঠিন হয়ে ওঠে। তার মতো একজন দক্ষ খেলোয়াড় থাকাটা দারুণ ব্যাপার। তার এখানে (দক্ষিণ আফ্রিকায়) খেলার অভিজ্ঞতা আছে। আমরা খুব খুশি যে সে আমাদের সঙ্গে আছে। তার সামর্থ্য, মনোভাব এবং কাজের নীতি দলের জন্য ইতিবাচক।”