দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ খেলতে যখন ব্যস্ত বাংলাদেশ দল, ঠিক সেই সময়ে জানা যায় দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মা ও তিন সন্তান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। সিরিজের মাঝপথে সাকিবের দেশে ফিরে আসার সম্ভাবনা তৈরি হলেও পুরো ওয়ানডে সিরিজ খেলেছেন তিনি। মূলত সিরিজ জেতার অদম্য ইচ্ছা থেকেই দক্ষিণ আফ্রিকায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন সাকিব।
পরিবারের কঠিন এক পরিস্থিতির মধ্যেও দেশের জন্য ত্যাগের অনন্য এক নজিরই স্থাপন করেছিলেন সাকিব। যার কারণে তাকে বাহবা দিয়েছিলেন দলের সকল সতীর্থ থেকে শুরু করে বোর্ডের কর্মকর্তারা। এবার সেই তালিকায় যোগ দিলেন দেশের ইতিহাসের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও। তার মতে, এক্ষেত্রে অন্য বড় ত্যাগ স্বীকার করেছেন সাকিব। তাই বিশ্বসেরা অলরাউন্ডারের জন্য টুপিখোলা সম্মান জানিয়েছেন নড়াইল এক্সপ্রেস।
রোববার (২৭ মার্চ) সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে ম্যাশ বলেছেন, ‘‘সাকিবের যেটা হয়েছে, বাসার ৪-৫ জন অসুস্থ ছিল। আমাদের অবশ্যই সাকিবের ত্যাগটা দেখতে হবে। সে চাইলে চলে আসতে পারতো। সে থেকে গিয়ে দলকে সাপোর্ট দিয়েছে। এটা অবিশ্বাস্য, কারণ এক-দু্ইজন না, সবাই অসুস্থ ছিল।’’
তিনি আরও যোগ করেন, ‘সবচেয়ে বড় ব্যাপার সে সিরিজটা জিততে চেয়েছিল। এটা কিছুটা স্বার্থপরের মতো বলা হয়ে যাবে, আমার দৃষ্টিকোণ থেকে। কারণ দিন শেষে তার পরিবারের সবাই অসুস্থ ছিল। দিন শেষে এটা সাকিবের সিদ্ধান্ত ছিল। সাকিব দুই দিক দারুণভাবে সামলে নিতে পেরেছে, এটা আমি মনে করি হ্যাটস অফ টু সাকিব।’
দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিপক্ষে দীর্ঘ ২০ বছর পর প্রথম জয় পায় তামিম ইকবালের নেতৃত্বাধীন টিম বাংলাদেশ। প্রথম ম্যাচে ব্যাট বলে সমান দক্ষতায় দলকে জয় এনে দিয়েছিলেন ওই সাকিবই। কিন্তু দ্বিতীয় ম্যাচে হারলেও সিরিজ নির্ধারণী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দাপুটে এক জয় তুলে নিয়ে সিরিজও নিজেদের করে নিয়েছে টাইগাররা। ওয়ানডে সিরিজ শেষে গত বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে সাকিব দেশে ফিরে আসেন।
আগামী ৩১ মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। স্বাভাবিকভাবেই প্রথম ম্যাচের একাদশে থাকবেন না সাকিব। তবে আগামী ৮ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্টে এই অলরাউন্ডারের থাকার সম্ভাবনা রয়েছে।