• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

সাকিবকে চিন্তায় রেখেই দল সাজিয়েছে শ্রীলঙ্কা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৪, ২০২২, ১২:৪১ পিএম
সাকিবকে চিন্তায় রেখেই দল সাজিয়েছে শ্রীলঙ্কা

শনিবার (১৫ মে) চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচের আগেই শ্রীলঙ্কা শিবিরে স্বস্তির খবর। প্রথম ম্যাচে বাংলাদেশ দল থেকে অনুপস্থিত থাকছেন তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ। সেই সঙ্গে সাকিব আল হাসানের খেলায় অংশ নেওয়ার বিষয়টি এখনও ধোঁয়াশায় রয়েছে।

তবে দলের সেরা অলরাউন্ডার সাকিব খেলবেন না- বিষয়টি এখনও অনিশ্চিত। এরআগে মঙ্গলবার (১০ মে) দুই দফা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ হন এই তারকা খেলোয়াড়। আবার তিনদিন পর পরীক্ষায় নেগেটিভও হন। এরপরই শুক্রবার (১৩ মে) সন্ধ্যায় দলের সঙ্গে যোগ দিতে চট্টগ্রামে উড়াল দেন সাকিব। দল সাকিবকে প্রথম টেস্টে মাঠে পেতে আশাবাদী থাকলেও বিষয়টি পুরোপুরি নির্ভর করছে তার  শারীরিক অবস্থার ওপর। ডাক্তারের পরামর্শ নিয়ে সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত হবে বলে জানা গেছে।

এদিকে সাকিবের খেলা না খেলার বিষয়ে শঙ্কা থাকলেও তাকে ভেবেই পরিকল্পনা সাজিয়েছে শ্রীলঙ্কা দল।  দলের অধিনায়ক 
দিমুথ করুনারত্নে বলেন, "আমরা প্রস্তুতি শুরু করেছি সাকিবকে ভেবে। তখন জানতাম দলের সঙ্গে সে আছে। তার জন্য পরিকল্পনা তাই সবসময়ই ছিল। সে বাংলাদেশ দলের সেরা অলরাউন্ডার। তাকে নিয়ে পরিকল্পনা তো রাখতেই হবে। আমরা আমাদের সর্বোচ্চ সেরাটা দিয়ে চেষ্টা করব।"

Link copied!