• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সাইফউদ্দিন-রাহির বাদ পড়ার কারণ জানাল বিসিবি 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১১, ২০২২, ০৯:৩১ পিএম
সাইফউদ্দিন-রাহির বাদ পড়ার কারণ জানাল বিসিবি 
ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে চলতি বছরের জন্য রাখা হয়েছে ২১ জন ক্রিকেটারকে। গেল বছরে যার সংখ্যা ছিল ২৪ জনের। এবারের চুক্তি থেকে বাদ পরেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও পেসার আবু জায়েদ রাহি। কেন তারা চুক্তিভুক্ত ২১ জনের ভেতরে নেই? এমন প্রশ্নের ব্যাখ্যা দিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। 

শুক্রবার (১১ মার্চ) গণমাধ্যমে প্রধান নির্বাচক জানান, ‘আপনারা ইতোমধ্যে ২১ জনের একটা তালিকা পেয়েছেন। আমরা চুক্তির নামগুলো দিয়েছি। এক বছরের জন্য নির্বাচক প্যানেল এই নামগুলো বোর্ডে দিয়েছে।’

চুক্তির আওতায় আসা ২১ ক্রিকেটারের নাম জানা গেলেও কে কোন গ্রেডে আছেন, বিসিবি থেকে তা জানানো হয়নি। কিন্তু কেন? নান্নুর উত্তর, ‘পরবর্তীতে গ্রেডিং ঠিক করা হবে, এটা ক্রিকেট অপারেশন্স থেকে করা হয়। এই ২১ জনকেই আমরা দিয়েছি।’

গত বছর ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের চুক্তিতে ছিলেন সাইফউদ্দিন। এবার তিনি কোনো ফরম্যাটেই বিবেচিত হননি। তার না থাকার কারণ হিসেবে নান্নু বলেন, ‘সাইফউদ্দিন ইনজুরিতে আছে। আপনারা জানেন, গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ও লম্বা সময়ের জন্য ইনজুরিতে পড়েছিল। ওকে বোর্ড যথেষ্ট সময় দিচ্ছে, লন্ডন থেকে ডাক্তারও দেখিয়ে এনেছে। ইতিবাচক দিক হলো সুস্থ হচ্ছে, প্রিমিয়ার লিগ খেলার জন্য প্রস্তুত হচ্ছে। ও যখন খেলায় ফিরে আসবে, জাতীয় দলের জন্য এভেইলেবল হয়ে যাবে, তখন আমরা আবার তাকে চুক্তিবদ্ধ করব।’

অন্যদিকে রাহির চুক্তির বিষয়ে বিসিবির এই কর্মকর্তা জানান, ‘রাহি মাঝখানে অনেকদিন ধরে নিয়মিত হতে পারছে না। এজন্য ওকে এক বছরের জন্য আমরা বাইরে রেখেছি। তারপরও নিয়মিত হয়ে গেলে আমরা আবারও তাকে চুক্তিবদ্ধ করতে বলব।’

এদিকে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে নেই সৌম্য সরকার, সাইফ হাসান ও শামীম হোসেন। গত বছর সৌম্য সরকার ও শামীম হোসেন টি-টোয়েন্টির চুক্তিতে ছিলেন। অন্যদিকে সাইফ হাসান ও আবু জায়েদ রাহি ছিলেন টেস্টের চুক্তিতে। এবার এদের কেউই কোনো ফরম্যাটের জন্য মনোনীত হননি। চুক্তিতে নতুন করে জায়গা পেয়েছেন ইয়াসির আলি রাব্বি ও মাহমুদুল হাসান জয়।

Link copied!