• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

সহজ জয়ে শেষ ষোলোয় বার্সেলোনা


ফারজানা ববি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২২, ১০:২৯ এএম
সহজ জয়ে শেষ ষোলোয় বার্সেলোনা

ইউরোপার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোয় উন্নীত হয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। বৃহস্পতিবার রাতে প্লে-অফের ফিরতি লেগে নাপোলির বিপক্ষে ৪-২ গোলের ব্যবধানে জয় পেয়েছে বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে এগিয়ে ছিল ক্লাবটি।

ম্যাচের মাত্র অষ্টম মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। ডি-বক্সে ঢুকে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন স্প্যানিশ ডিফেন্ডার জর্দি আলবা। পরের গোল আসে ম্যাচের ১৩ মিনিটে। দারুণ গোলে ব্যবধান বাড়ান ফ্রেংকি ডি ইয়ং।

ম্যাচের ২৩ মিনিটে একটি গোল পরিশোধ করে নাপোলি। সফল স্পট কিকে ব্যবধান কমান নাপোলি অধিনায়ক ইনসিনিয়ে। তবে বিরতির ঠিক আগ মুহূর্তে ব্যবধান বাড়ান জেরার্ড পিকে। ৩-১ গোলের স্বস্তির ব্যবধান নিয়ে বিরতিতে যায় বার্সেলোনা।

দ্বিতীয়ার্ধেও আক্রমণ অব্যাহত রাখে বার্সেলোনা। ম্যাচের ৫৯ মিনিটে ব্যবধান আরও বাড়ান ভ্যালেন্সিয়ার বিপক্ষে হ্যাটট্রিক পাওয়া অবামেয়াং। তবে ম্যাচের নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে ব্যবধান কমায় নাপোলি। পায়ে বল পেয়ে আর ভুল করেননি নাপোলির পলিটানো। বাঁ পায়ের শটে গোলটি করেন তিনি। ফলে ৪-২ ব্যবধানে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে কাতালান ক্লাবটি।

খেলা বিভাগের আরো খবর

Link copied!