• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

শ্রীলঙ্কা দলে নতুন রূপে মালিঙ্গা


ফারজানা ববি
প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২২, ০৩:৪৯ পিএম
শ্রীলঙ্কা দলে নতুন রূপে মালিঙ্গা

টেস্ট ও ওয়ানডে ফরম্যাট থেকে আগেই অবসর নিয়েছিলেন লাসিথ মালিঙ্গা। গত সেপ্টেম্বরে বিদায় জানান টি-টোয়েন্টি ক্রিকেটকে।

তবে এবার নতুন রূপে দলে ফিরে এসেছেন এই তারকা। লঙ্কান বোর্ড সাবেক এই বোলিং জিনিয়াসকে বোলিং স্ট্র্যাটেজি কোচ হিসেবে দলে নিযুক্ত করেছে।

যদিও দায়িত্বটা স্বল্প সময়ের জন্য। অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি সিরিজের জন্য শ্রীলঙ্কার কোচিং স্টাফে যুক্ত করা হয়েছে এই ফাস্ট বোলারকে।

শ্রীলঙ্কা ক্রিকেট বুধবার এক বিবৃতিতে জানিয়েছে পাঁচ ম্যাচের সিরিজের জন্য মালিঙ্গাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি দলের বোলারদের কৌশলগত দিক বুঝিয়ে দেবেন। ফেব্রুয়ারির প্রথম দিন থেকে ২০ তারিখ পর্যন্ত কার্যকর হবে এই নিয়োগ। 

শ্রীলঙ্কার হয়ে মালিঙ্গা খেলেছেন ৩০টি টেস্ট, ২২৬টি ওয়ানডে ও ৮৪টি টি-টোয়েন্টি ম্যাচ। সীমিত ওভারের ক্রিকেটে তিনি ব্যাটারদের কাছে ছিলেন মূর্তিমান আতঙ্ক। সাদা বলে গড়েছেন অবিশ্বাস্য সব কীর্তি।

খেলা বিভাগের আরো খবর

Link copied!