দেশের মাটিতে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজ জয়ের পর শ্রীলঙ্কায় সিরিজ খেলতে গিয়েছিল টাইগার যুবারা। সেখানে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম তিন ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া করল জুনিয়র টাইগাররা।
সিরিজের তৃতীয় ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় যুবা টাইগার অধিনায়ক। তবে ব্যাটিংটা একেবারেই ভালো করতে পারেননি তারা। শুরুতেই উইকেট হারিয়ে ধুঁকতে থাকে তারা। মাত্র ৫ রানের মধ্যেই হারিয়ে ফেলে ২ উইকেট।
আশিকুরের অর্ধশত রানে ৪৯.৩ ওভারে ১৮৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শ্রীলঙ্কার হয়ে ভিনুজা রানপুল ও রবিন ডি সিলভার শিকার তিনটি করে উইকেট। এছাড়া ওয়ানুজা সাহান নিয়েছেন দুইটি উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের মতোই তারাও শুরুতে দুই উইকেট হারিয়ে ফেলে। ৯৬ রানে ৬ উইকেট হারালেও ড্যানিয়েলের ব্যাটে ভর করে ম্যাচ জিতে নেয় শ্রীলঙ্কা। ১১৭ বলে অপরাজিত ৮৫ রানের ইনিংসে খেলেন তিনি।
ফলে ২০ বল হাতে রেখে ৩ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশের হয়ে মুশফিক হাসান তিনটি ও আহসান হাবিব নিয়েছেন দুইটি উইকেট।
এ জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে গেল লঙ্কান যুবারা।