মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) ক্যানবেরায় ছয় উইকেটের বড় জয়ে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া।
টস জিতে অস্ট্রেলিয়া শ্রীলঙ্কাকে প্রথমে ব্যাট করতে পাঠায় এবং সফরকারীদের ৬ উইকেটে ১২১ রানে বেঁধে রাখে। কেন রিচার্ডসন বল হাতে ২১ রানে তিন উইকেট পান।
জবাবে অস্ট্রেলিয়া বেন ম্যাকডারমট এবং অলরাউন্ডার অ্যাশটন আগারকে ওপেনিংয়ে পাঠায়। বেন শূন্য রানে ফিরে গেলে অ্যারন ফিঞ্চকে দলের হাল ধরতে দেখা যায়।
ইনিংসের প্রথম বলে গোল্ডেন ডাকে ম্যাকডারমট আউট হলে ফিঞ্চ ক্রিজে আসেন। এদিকে আগার ১৩ বলে ১৩ রান করেন।
ফিঞ্চ ৩৬ বলে ৩৫ রান করেন। গ্লেন ম্যাক্সওয়েল ২৬ বলে ৩৯ রান করে সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৬.৫ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। টানা তিন ম্যাচ জয়ে সিরিজও নিশ্চিত হয়েছে তাদের।
এদিকে শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা খেলার পর তার টপ-অর্ডার ব্যাটারদের সমালোচনা করেছেন। দ্রুত টপ ব্যাটারদের আউট হয়ে যাওয়া দলের বিপর্যয়ের কারণ বলে মনে করেন তিনি।