টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে রোববার (২৪ অক্টোবর) শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। এ ম্যাচে আসালাঙ্কা ঝড়ে টাইগাররা ৫ উইকেটে হেরেছে লঙ্কানদের কাছে। তবে এই ম্যাচে কথার লড়াইয়ে জড়ানোর কারণে শাস্তি পেলেন দুই দেশের দুই ক্রিকেটার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
ঘটনাটি ঘটে বাংলাদেশ যখন ব্যাট করছিল তখন। পাওয়ার প্লের শেষ ওভারে লিটন দাসকে আউট করেন লাহিরু কুমারা। আউট করেই লিটনের দিকে তেড়ে এসে অকথ্যা ভাষায় গালি দেন।
লিটনও অবশ্য কম যাননি। তিনিও শুনিয়ে দিয়েছেন কয়েক কথা। তবে মাঝমাঠে প্রায় লেগেই গিয়েছিল দুই জনের। রেফারির হস্তক্ষেপে লিটন সাজঘরে ফিরেন।
এ ঘটনায় দুই জনকেই শাস্তি দিয়েছে আইসিসি। কারণ দুই জনই ভেঙ্গেছেন আইসিসির কোড অব কন্ডাক্ট। লাহিরু কুমারা ভেঙেছেন আইসিসি কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ নম্বর ২.৫। লিটন দাস ভেঙেছেন আইসিসি কোড অব কন্ডাক্টের অনুচ্ছেদ নম্বর ২.২০।
ঘটনার শুরু যেহেতু করেছেন লাহিরু তাই তাকেই বেশি শাস্তি দিয়েছে আইসিসি। ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে। অন্যদিকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে লিটন দাসকে।
তবে দুইজনের নামের পাশেই শাস্তি হিসেবে যুক্ত হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্ট।