• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শানাকাকে অধিনায়ক করে দল ঘোষণা শ্রীলঙ্কার 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২১, ০৪:২৭ পিএম
শানাকাকে অধিনায়ক করে দল ঘোষণা শ্রীলঙ্কার 

অক্টোবর-নভেম্বরে অনুষ্টিত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে ১৬টি দল। এরমধ্যে সকল দেশ তাদের স্কোয়াড ঘোষণা করলেও বাকি ছিল শুধু শ্রীলঙ্কা। তবে এরই মধ্যে তরুণ ক্রিকেটারদের নিয়ে দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। 

১৫ সদস্যের এ দলে অধিনায়ক করা হয়েছে দাসুন শানাকাকে। এক তরুণ দল নিয়ে বিশ্বকাপে খেলতে যাচ্ছে লঙ্কানরা। নিষেধাক্কার কারণে দলে জায়গা পাননি অভিজ্ঞ ক্রিকেটার কুশল মেন্ডিস, দানুশকা গুণাথিলাকা ও নিরোশান ডিকভেলা। এছাড়া বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হয়নি টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটের মালিক লাথিস মালিঙ্গার। দলে তিন জন খেলোয়াডকে রাখা হয়েছে রিজার্ভ খেলোয়াড হিসেবে। 

বাংলাদেশের মতো বিশ্বকাপে প্রথম রাউন্ডে খেলতে হবে শ্রীলঙ্কাকে। প্রথম রাউন্ডে তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, নামিবিয়া ও আয়ারল্যান্ড।

শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াড : দাসুন শানাকা (অধিনায়ক), ধনঞ্জয়া ডি সিলভা, অভিষ্কা ফার্নান্দো, চরিথ আসালঙ্কা, কামিন্দু মেন্ডিস, ভানুকা রাজাপাকসা, কুশল পেরেরা, দীনেশ চান্দিমাল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুণারত্নে, দুশমান্থা চামিরা, অকিলা ধনঞ্জয়া, মহিশ থিকশানা, বিনুরা ফার্নান্দো, প্রবীণ জয়বিক্রম।

সংরক্ষিত খেলোয়াড় : নুয়ান প্রদীপ, পুলিনা থারাঙ্গা, লাহিরু মাদুশাঙ্কা, লাহিরু কুমারা।

Link copied!