চলতি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) প্রথম রাউন্ডে বিশ্রামে ছিল ব্রাদার্স ইউনিয়ন। দ্বিতীয় রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে হাই স্কোরিং ম্যাচে রোমাঞ্চকর লড়াইয়ের পর ৩ উইকেটের জিতেছে মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বাধীন ব্রাদার্স।
শনিবার (১৯ মার্চ) সাভারের বিকেএসপির ৩ নম্বর মাঠে শাইনপুকুর ক্রিকেট ক্লাব আগে ব্যাট করে আনিসুল ইসলাম ইমন, তাসামুল ইসলাম ও সিকান্দার রাজার ফিফটিতে ২৮০ রানের বড় সংগ্রহ পায় শাইনপুকুর। জবাবে ব্রাদার্সের দুই ওপেনার ইমতিয়াজ হোসেন তান্না ও সাদিকুর রহমানের বড় ইনিংসের জুটিতে পাঁচ বল আগেই জয় পায় ব্রাদার্স ইউনিয়ন।
শাইনপুকুর ইনিংসে শুরুতেই হোঁচট খায় ওপেনার রাকিন আহমেদের (২) দ্রুত বিদায়ে। তবে দ্বিতীয় উইকেটে ৮১ রান যোগ করে দলকে ভালো সূচনা এনে দেন আনিসুল ইমন ও তাসামুল। ইমন তার লিস্ট এ ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি করে ৫ চার ও ১ ছয়ের মারে ৫১ রান করে আউট হন।
এরপর তাসামুল সাজঘরে ফেরেন ৬৮ রানের ইনিংস খেলে। পরে অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন ৬২ বলে ৪৩ রান করেন। শেষ দিকে সিকান্দার রাজার ৩ চার ও ৪ ছয়ের মারে ৬৫ বলে ৭৪ রানের অপরাজিত ইনিংসে ৬ উইকেট হারিয়ে ২৮০ রানের সংগ্রহ দাঁড় করায় শাইনপুকুর।
বল হাতে ব্রাদার্সের পক্ষে লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব ৩টি উইকেট নেন। এছাড়া বাঁহাতি স্পিনার সাকলাইন সজীব পান ২টি উইকেট।
রান তাড়া করতে নেমে ব্রাদার্সের পক্ষে উদ্বোধনী জুটিতেই ১৫৯ রান যোগ করেন ইমতিয়াজ হোসেন তান্না ও সাদিকুর রহমান। তাদের মাত্র ২৪.১ ওভারের জুটি ভাঙ্গে সেঞ্চুরির আশা জাগানো সাদিকুরের বিদায়ে। এই ব্যাটার আউট হন ৭৩ বলে ৮৪ রান করে। এরপর ইমতিয়াজ তান্নার ব্যাট থেকে আসে ৮৭ বলে ৭৮ রানের ইনিংস।
কিন্তু অধিনায়ক আশরাফুল (৬) ও আমিনুল ইসলাম বিপ্লব (৫) দ্রুত বিদায় নিলে চাপে পড়ে ব্রাদার্স। মিডল অর্ডারে মাইশুকুর রহমানের ৪৮ ও ধীমান ঘোষের ২৬ রানের জয়ের পথেই থাকে ব্রাদার্স। শেষ দিকে আবু হায়দার রনি ৯ বলে ১৪ রানের ছোট্ট ক্যামিওতে ম্যাচ জিতে নেয় তারা।
শাইনপুকুরের পক্ষে বল হাতে দুইটি করে উইকেট নিয়েছেন নাইম হাসান ও সিকান্দার রাজা।