• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬
ক্রাইস্টচার্চ টেস্ট

ল্যাথামের সেঞ্চুরিতে ক্রাইস্টচার্চে কিউইদের দাপট


ফারজানা ববি
প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২২, ০৯:০১ এএম
ল্যাথামের সেঞ্চুরিতে ক্রাইস্টচার্চে কিউইদের দাপট
টম ল্যাথাম

ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নেমেছে নিউজিল্যান্ড ও বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে সেঞ্চুরির দেখা পেলেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম।

ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশি অধিনায়ক মুমিনুল হক। কিউইদের ওপেনিং জুটি ১৪৮ রান তোলে। দুই ওপেনারই পান হাফ সেঞ্চুরির দেখা। দীর্ঘ সময় পর ইনিংসের ৩৮তম ওভারে উইল ইয়ংকে ফেরান শরিফুল ইসলাম। সাজঘরে ফেরার আগে ১১৪ বলে ৫৪ রান করেন ইয়ং।

ইয়ং ফিরে গেলেও কিউই অধিনায়ক টম ল্যাথাম পৌঁছে যান তিন অংকের ঘরে। ব্যক্তিগত ১২তম সেঞ্চুরি পূর্ণ করেন এই তারকা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ১ উইকটে ২০২ রান। ল্যাথাম ১১৮* রানে ও ডেভন কনওয়ে ২৮* রানে অপরাজিত আছেন।

Link copied!