• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

লিটন-মুশফিকের ব্যাটে বড় সংগ্রহের পথে বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২২, ১২:৫৪ পিএম
লিটন-মুশফিকের ব্যাটে বড় সংগ্রহের পথে বাংলাদেশ
ছবি সংগৃহীত

প্রথম ওয়ানডে ম্যাচে ৪৫ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ দল। কিন্তু সেই ভুল দ্বিতীয় ওয়ানডে ম্যাচে করেনি স্বাগতিকরা। ওপেনার লিটন দাস ও উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিমের ব্যাটে চড়ে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে  বাংলাদেশ। 

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। 

শুরুতে দেখেশুনে ব্যাটিং করতে থাকেন এই দুই ব্যাটার। তবে দলীয় ৩৮ রানের মাথায় সেই ফজলে হক ফারুকীর ইনসুইংয়েই পরাস্ত হন তামিম। প্রথম ম্যাচের মত আজকেও বিদায় নেন লেগ বিফোরের ফাঁদে।ভেতরে ঢুকা বলে এলবিডব্লিউ আউট হওয়ার আগে ২৪ বলে ১২ রান করেছেন তিনি। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি।

পরে লিটনের সঙ্গে কিছুক্ষণের জন্য জুটি বাধেন সাকিব আল হাসান। তাদের ৪৫ রানের জুটি ভাঙে সাকিব আল হাসান রশিদ খানের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়লে। ৩৬ বল খেলে ২০ রান করেন এই অলরাউন্ডার। 

এরপর দলের হাল ধরেন লিটন-মুশফিক। তাদের ব্যাটের ওপর ভর করে ২০ ওভারেই শতরান পার করে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৫ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৩২ রান করেছে টাইগাররা।  

ওপেনার লিটন দাস নিজের ক্যারিয়ারের চতুর্থ অর্ধশতক তুলে নিয়ে ৫৪ রানে অপরাজিত আছেন। যেখানে ছিল তার ৮টি চারের মার।  এছাড়া উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম ২০ রানে অপরাজিত থেকে ব্যাট করছেন। 

আফগানিস্তানের পক্ষে রশিদ খান ও ফজল খান ফারুকী ১ টি করে উইকেট পেয়েছেন। 

 

খেলা বিভাগের আরো খবর

Link copied!