• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

শুরুতেই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৫, ২০২২, ০৩:৩৬ পিএম
শুরুতেই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ
ছবি সংগৃহীত

পাওয়ার প্লেতে উইকেট হারানো যেন অভ্যাসে পরিনত হয়েছে বাংলাদেশ দলের জন্য। প্রথম ম্যাচের পর সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচেও দুই উইকেট হারিয়েছে বাংলাদেশ। টপ অর্ডারে প্রথমে মুনিম শাহরিয়ার ও পরে লিটন দাসের উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। সেই চাপের মধ্যেই আবার রান আউট হয়ে ফিরে যান মোহাম্মদ নাঈম। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৮ ওভার ১ বলে ৩ উইকেট হারিয়ে ৩৮ রান।

ব্যাট হাতে সাকিব আল হাসান ১০ বলে ৫ রানে অপরাজিত আছেন। তার সঙ্গী হিসেবে ক্রিজে এসেছেন মুশফিক। 

শনিবার (৫ মার্চ) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচের মতই সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। 

 

বাংলাদেশের একাদশ: মোহাম্মদ নাঈম শেখ , মুনিম শাহরিয়ার, লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, মেহেদী হাসান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), হযরতউল্লাহ জাজাই, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি (অধিনায়ক), রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, শরাফউদ্দিন আশরাফ, করিম জানাত, ফজলহক ফারুকি, উসমান গনি ও দারউইশ রাসুলি।

Link copied!