• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

লিটনের ফিফটি, বড় সংগ্রহের দিকে বাংলাদেশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২২, ১২:৩৯ পিএম
লিটনের ফিফটি, বড় সংগ্রহের দিকে বাংলাদেশ
ছবি সংগৃহীত

প্রথম ম্যাচে মাত্র ১ রান করার কারণে একাদশে তার জায়গা নিয়েই প্রশ্ন তুলে বসেছিলেন। কিন্তু সমালোচকদের মুখের জবাব ব্যাট হাতে দ্বিতীয় ম্যাচেই দিয়েছিলেন লিটন দাস। দ্বিতীয় ম্যাচে ১২৬ বলে ১৩৬ রানের ইনিংসের পর আজ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে লিটন আরেকবার তুলে নিলেন ফিফটি। আর তাতেই বাংলাদেশের স্কোরবোর্ডে রান বড় সংগ্রহের দিকে যাচ্ছে বাংলাদেশের। 

সোমবার (২৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ।

বাংলাদেশের দুই ওপেনারই সাবধানী ব্যাটিংয়ে ইনিংস শুরু করেছিলেন। পাঁচ ওভারে কোনো বাউন্ডারিই হাঁকাতে পারেনি তারা। এরপরই ধীরে ধীরে খোলস ছেড়ে বেরিয়ে আসেন লিটন। দারুণ সব শট খেলছেন তিনি।

তবে ক্রিজে টিকে থাকতে পারেননি তামিম ইকবাল। ফের ফজলহক ফারুকির ইনসুইংয়ে আউট হয়ে গেছেন তিনি। আগের দুই ম্যাচে ফজলহকের বলে এলবিডব্লিউ আউট হওয়া তামিম এবার হয়েছেন বোল্ড। এর আগে ২৫ বল খেলে করেছেন ১১ রান, হাঁকিয়েছেন কেবল একটা বাউন্ডারি। 

এরপর সাকিবকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান লিটন। দুজনে মিলে করেন ৬১ রানের জুটি। সাকিব ৩৬ বলে ৩০ রান করে আজমতউল্লাহর বলে আউট হয়ে গেলেও আফগানিস্তান বোলারদের ওপর চড়াও হয়ে তুলে নেন দারুণ এক ফিফটি। 

অন্যদিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭৩ বলে ৫৮ রান করে অপরাজিত আছেন লিটন, তিনি বাউন্ডারি হাঁকিয়েছেন ছয়টি। ৪ বলে ১ রান করে আরেক প্রান্তে অপরাজিত ব্যাটার মুশফিক।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৩ ওভারে ১০৭ রানে ২ উইকেট হারিয়েছে টাইগাররা।

খেলা বিভাগের আরো খবর

Link copied!