মাউন্ট মাউনগানুইতে হেসে উঠেছেন বাংলাদেশের ব্যাটাররা। নিজেদের প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি পেয়েছে টপ অর্ডারের ৬ ব্যাটারের মধ্যে চারজনই। সোমবার তৃতীয় দিনের দ্বিতীয় সেশন শেষে হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন লিটন দাস। এর আগে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন অধিনায়ক মোমিনুল হক।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৩০৭ রান। ব্যাট করছেন মোমিনুল (৬১*) ও লিটন (৫১*)। নিউজিল্যান্ডের চেয়ে পিছিয়ে ২১ রানে।
বাংলাদেশের ইনিংসের ভিতটা গড়ে দেন মাহমুদুল হাসান জয় ও নাজমুল হোসেন শান্ত। দুইজনের ১০৪ রানের জুটিতে স্বস্তি আসে টাইগার শিবিরে। শান্ত ব্যক্তিগত ৬৪ রানে সাজঘরে ফেরেন। এরপর মোমিনুল ও জয় অপরাজিত থেকে দ্বিতীয় দিন শেষ করেন।
তৃতীয় দিন অবশ্য আর বেশি দূর এগোতে পারেননি জয়। ব্যক্তিগত ৭৮ রানে নিল ওয়েঙ্গারের শিকার হয়ে মাঠ ছাড়েন এই ওপেনার। মুশফিক এসে বেশিক্ষণ টিকতে পারেননি। ব্যক্তিগত ১২ রানে ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন টাইগার শিবিরের এই অভিজ্ঞ ব্যাটার।
এরপর মোমিনুলের সঙ্গে যোগ দেন লিটন দাস। দুইজনের জুটিতে এ পর্যন্ত ১০৪* রান যুক্ত হয়েছে বাংলাদেশের বোর্ডে। এর মধ্যে হাফ সেঞ্চুরি তুলে নেন মোমিনুল।