• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

লর্ডসে ১২৫ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন পূজারা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২১, ২০২২, ০৪:৫৯ পিএম
লর্ডসে ১২৫ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন পূজারা
ছবি সংগৃহীত

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে রানের বন্যা বইয়ে দিচ্ছেন ভারতীয় ব্যাটার চেতেশ্বর পূজারা। চলতি মৌসুমে এরই মধ্যে তুলে নিয়েছেন তিনটি ডাবল সেঞ্চুরি। যার মধ্যে সবশেষ মিডলসেক্সের বিপক্ষে প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারের ১৬তম ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন ডানহাতি এই ব্যাটার।

বুধবার (২০ জুলাই) ক্রিকেটের তীর্থস্থান লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে সাসেক্সের হয়ে ৪০৩ বল মোকাবেলায় ২১ চার আর ৩ ছক্কার সাহায্যে ২৩১ রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেন পূজারা। যা সাসেক্সের হয়ে গত ১২৫ বছরের মধ্যে প্রথম। সর্বশেষ ১৮৯৭ সালের ১৩ মে এমসিসির বিপক্ষে এই রেকর্ডটি গড়েছিলেন তারই স্বদেশি শ্রী স্যার রঞ্জিতসিংহে ভিবাজি।

প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চসংখ্যক দ্বিশতক পাওয়া ব্যাটসম্যানদের মধ্যে পূজারা যুগ্মভাবে পঞ্চম অবস্থানে। তার সঙ্গে এই তালিকায় পঞ্চম স্থানে আছেন সিবি ফ্রাই, জ্যাক হবস এবং গ্রায়েম হিক।

তালিকার এক নম্বর অব্স্থানটি অনুমিতভাবেই অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্যার ডন ব্র্যাডমানের। প্রথম শ্রেণির ক্রিকেটে তার ক্যারিয়ারে ডাবল সেঞ্চুরি ৩৭টি। ৩৬ ডাবল সেঞ্চুরি নিয়ে দ্বিতীয় স্থানে ওয়াল্টার হ্যামন্ড, ২২ ডাবল সেঞ্চুরিতে তিন নম্বরে ইলিয়াস হেনড্রেন।

Link copied!