উত্তেজনার সবটা রং ছড়িয়েছিল ব্রাজিল-ইকুয়েডর ম্যাচে। কাতার বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত হওয়ার পরও পূর্ণ শক্তির দল নিয়ে ব্রাজিল নেমেছিল ইকুয়েডরের বিপক্ষে। র্যাঙ্কিংয়ে ৪৬তম স্থানে থাকা দলটির বিপক্ষে ১-১ গোলে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় লাতিন আমেরিকার দলটিকে।
ম্যাচের শুরুতেই ৬ মিনিটে দলকে গোল পাইয়ে দেন ক্যাসিমিরো। এরপর নির্ভার হয়ে নয় বরং প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে খেলতে থাকে তারা। ইকুয়েডরও সমান আক্রমণে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে।
ম্যাচের মাত্র ১৫ মিনিটে ইকুয়েডরের এম ডোমিনগুয়েজকে লাল কার্ড দেখান রেফারি। ব্রাজিলের হাসি প্রশস্ত হতে হতেও মিলিয়ে যায়। কারণ ৫ মিনিটের ব্যবধানে ব্রাজিলের ই রোয়াইয়ালও লাল কার্ড দেখে বিদায় হন।
১০ জনের দল নিয়ে চলতে থাকা দুই দলের লড়াইয়ে শেষ দিকে এসে ইকুয়েডরের এফ টরেস ম্যাচের ৭৫ মিনিটে দলকে গোল উপহার দিয়ে সমতায় ফেরালে লড়াই জমজমাট হয়ে ওঠে।
তবে দুর্ভাগ্যই বটে ইকুয়েডরের! দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে ব্রাজিল গোলকিপার অ্যালিসনের প্রতিপক্ষের একজনকে ধাক্কা দেওয়ায় লাল কার্ডের সঙ্গে পেনাল্টি পেলেও ভিএআরে বাতিল হয়ে যায়। ম্যাচের বাকি সময়ে আক্রমণ প্রতি-আক্রমণ হলেও কোনো দলই আর গোলের দেখা পায়নি। ফলে ১-১ সমতায় শেষ হয় ম্যাচটি।
লাতিন আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপ নিশ্চিত করা ব্রাজিল ১৪ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে। অন্যদিকে ইকুয়েডর ১৫ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে।