• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

রুশ ক্লাবে খেলায় বিশ্বকাপ থেকে বাদ!


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ২১, ২০২২, ০৯:৩৫ এএম
রুশ ক্লাবে খেলায় বিশ্বকাপ থেকে বাদ!

ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ক্লাব ছেড়েছেন বিভিন্ন দেশের ফুটবলাররা। পোল্যান্ডের ডিফেন্ডার মাচেই রিবাস রুশ এক ক্লাবের সঙ্গে চুক্তি শেষে ওই দেশেরই আরেক ক্লাবে যোগ দিয়েছেন। এ কারণে কাতার বিশ্বকাপের দলে তাকে বিবেচনা না করার সিদ্ধান্ত নিয়েছে পোলিশ ফুটবল অ্যাসোসিয়েশন।

সোমবার (২০ জুন) এক বিবৃতিতে এ সিদ্ধান্ত জানিয়েছে পোল্যান্ড।

৩২ বছর বয়সী রিবাস এখন পর্যন্ত পোল্যান্ডের হয়ে ছয়টি ম্যাচ খেলেছেন। পাঁচ বছর ধরে লোকোমোটিভ মস্কোর হয়ে খেলা লেফট-ব্যাক চলতি মাসে স্পার্টাক মস্কোর সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।

পোল্যান্ড ইউক্রেনের মিত্র দেশ হিসেবে পরিচিত। রাশিয়ার আগ্রাসনের পর থেকে ইউক্রেনে সবচেয়ে বড় দাতা দেশ তারা। তাই রিবাসের সিদ্ধান্ত মেনে নিতে পারছে না দেশটির ফুটবল ফেডারেশন।

এর আগে, রাশিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্লে-অফ সেমিফাইনাল খেলতে অস্বীকৃতি জানিয়েছিল পোল্যান্ড। রাশিয়া নিষিদ্ধ হওয়ার পর ওয়াকওভার পেয়ে প্লে-অফের ফাইনালে উঠেছে পোলিশরা। আর সেখানে সুইডেনকে হারিয়ে কাতারের টিকিট পায় তারা।

পোল্যান্ড কোচ মিকনিভস ইতোমধ্যেই রিবাসকে জানিয়ে দিয়েছেন যে সেপ্টেম্বরে জাতীয় দলের ক্যাম্পে ডাকা হবে না তাকে। কাতার বিশ্বকাপ দলেও তাকে বিবেচনা করা হবে না।

আগামী ২১ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপের গ্রুপ সি-তে পোল্যান্ড মুখোমুখি হবে মেক্সিকো, সৌদি আরব ও আর্জেন্টিনার।

Link copied!