• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

রিয়াল মাদ্রিদকে হারাতে আত্মবিশ্বাসী পিকে


ফারজানা ববি
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২২, ১১:০৮ এএম
রিয়াল মাদ্রিদকে হারাতে আত্মবিশ্বাসী পিকে

ক্যাম্প ন্যুতে গত ২৪ অক্টোবর লা লিগায় রিয়াল মাদ্রিদের কাছে ২-১ গোলে হেরে যায় বার্সেলোনা। একমাত্র গোলটি তারা করতে পারে শেষ সময়ে। আগামী কাল রাত ১টায় আবার মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। এবার খেলার আগে প্রতিপক্ষ দলকে একপ্রকার চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে।

স্প্যানিশ সুপার কাপের এক লেগের সেমি-ফাইনালে রিয়ালের মুখোমুখি হবে বার্সেলোনা। যদিও দুই দলের চিত্র আলাদা। লিওনেল মেসিসহ গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের হারিয়ে মাঠের পারফরম্যান্স খুব একটা ভালো নয় বার্সেলোনার। অন্যদিকে, রিয়াল আছে বেশ ফর্মে। তবে পিকে মনে করেন তাদের অবস্থার পরিবর্তন হচ্ছে। 

পিকে বলেন, “রিয়াল এমন একটি দল যারা রক্ষণভাগে ভালো। বছরের পর বছর তারা দারুণ সব খেলোয়াড়দের পাচ্ছে। আমরা তাদের ভালো করে জানি। তারা দারুণ ফর্মে আছে। কিন্তু আমি বিশ্বাস করি আমাদের বর্তমান দল তাদের চ্যালেঞ্জ জানাতে পারে। জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।”

খেলা বিভাগের আরো খবর

Link copied!