রিভিও না নেওয়ার কারণ জানালেন লিটন 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২১, ০৭:১২ পিএম
রিভিও না নেওয়ার কারণ জানালেন লিটন 

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের দুই সেশন জিতেছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় দিনে এসে তিন সেশনের তিনটিই হেরেছে টাইগাররা। প্রথমে সেশনে ৬ উইকেট হারানোর পর, দ্বিতীয় ও তৃতীয় সেশনে নির্বিশ বোলিংয়ে কোনো উইকেটই নিতে পারেনি টাইগাররা। যদিও একটা সুযোগ দিয়েছিল পাকিস্তানি ব্যাটার আবদুল্লাহ শফিক, কিন্তু রিভিও না নেওয়ায় সে সুযোগটাও হাতছাড়া হয়েছে বাংলাদেশের। রিভিও না নেওয়ার কারণ ব্যাখ্যা করলেন লিটন কুমার দাস। 

পাকিস্তানি ইনিংসের ১৩তম ওভারে তাইজুলের বল সরাসরি প্যাডে গিয়ে লাগে আবদুল্লাহ শফিকের। এরপরেও আম্পায়ারের কাছে জোরালো আবেদন করেনি বাংলাদেশ। অধিনায়ক মুমিনুল হকও নেননি রিভিউ। পরে টিভি রিপ্লেতে দেখা যায়, রিভিও নিলে ঠিকই সাজঘরে ফিরতে হতো শফিককে। 

রিভিউ না নেওয়ার কারণ হিসেবে লিটন বলেন, ‘রিভিউ জিনিসটা পুরোপুরি তাৎক্ষনিক ব্যাপার। তখন মনে হয়েছে বলটা আগে ব্যাটে লেগেছে যে কারণে আমরা রিভিউ নেইনি। যদি মনে হতো যে প্যাডে আগে লেগেছে তাহলে সন্দেহ নেই যে আমরা রিভিউ নিয়ে নিতাম।’

দুই সেশন বল করেও কোনো উইকেট তুলতে পারেনি বাংলাদেশ। তাহলে বাংলাদেশের বোলিং লাইন পুওর? এমন প্রশ্নের ক্ষেত্রে বেশ চটেছেন লিটন। বলেন, ‘আপনি কীভাবে পুওর বোলিং লাইনআপ বলতে পারেন? যে কয়টা বোলার খেলছে সবাইতো টেস্ট বোলার। এবাদত, রাহি এরা দুজনেই টেস্ট বোলার এবং অনেক উপকারও করেছে, সাহায্য করেছে, উইকেটও নিয়েছে। তাইজুল-মিরাজকে নিয়ে তো সন্দেহই নেই। তো এখানে পুওর বোলিংয়ের তো কিছু নেই।’

নিজের সেঞ্চুরি প্রসঙ্গে লিটন বলেন, ‘অনুভূতি তো সব সময় ভালো। কোন ব্যাটসম্যান যদি সেঞ্চুরি করে তার থেকে বড় কিছু থাকে না পাওয়ার। গত দুই-তিনটি খেলায় আমি কাছাকাছি ছিলাম, জিম্বাবুয়েতে কাছাকাছি ছিলাম কিন্তু হয়নি। এটা ক্রিকেটের অংশ। এখন সেঞ্চুরি করেছি ভালো লাগছে। কিন্তু এটা যদি আরেকটু বড় করতে পারতাম তাহলে হয়তো দলের জন্য ভালো হতো।’

সঙ্গে যোগ করেন লিটন, ‘বিশ্বকাপের পর জাতীয় লিগে আমি একটা ম্যাচ খেলেছি। প্রস্তুতি নিয়েছি যে সামনে টেস্ট ক্রিকেট। টেস্ট ক্রিকেটের জন্য যেটুকু প্রস্তুতি দরকার সেটুকু প্রস্তুতি গ্রহণ করেছি। এর থেকে বাইরে কোন কিছু চিন্তাও করিনি, অতিরিক্ত কোন কিছু চাইও নাই নিজের কাছে।’

প্রথম ইনিংসে লিটন দাসের ১১৪ ও মুশফিকের ৯১ রানে ভর করে ৩৩০ রান করে বাংলাদেশ। জবাবে নিজেদের প্রথম ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ১৪৫ রান তুলেছে পাকিস্তান। তৃতীয় দিনের খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। 

Link copied!