• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

রাশিয়া-ইউক্রেন সংঘাতে ইউক্রেনের দুই ফুটবলার নিহত


ফারজানা ববি
প্রকাশিত: মার্চ ৩, ২০২২, ১০:৫২ এএম
রাশিয়া-ইউক্রেন সংঘাতে ইউক্রেনের দুই ফুটবলার নিহত

এক সপ্তাহ ধরে চলছে রাশিয়া-ইউক্রেন সংঘাত। এই যুদ্ধে ইউক্রেনের দুই ফুটবল খেলোয়াড় নিহত হয়েছেন।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ২১ বছর বয়সী ভিটালি সাপিলো ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছাকাছি সংঘাতে নিহত হন। অন্যদিকে, ২৫ বছর বয়সী দিমিত্রি মার্টিনেনকো তার বাড়িতে থাকা অবস্থায় বোমা হামলায় নিহত হন। এই ফুটবলারের মা-ও এ সময় মারা যান। তার বাবা এই বোমা বিস্ফোরণ থেকে বেঁচে যান। ফুটবলারের ছোট বোন মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, গত মৌসুমে মার্টিনেনকো তার দল এফসি গোস্টোমের হয়ে সর্বোচ্চ গোলদাতা ছিলেন।

বুধবার (২ মার্চ) ইন্টারন্যাশনাল ফেডারেশন অব প্রফেশনাল ফুটবলারের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, “আমাদের ইউক্রেনীয় ফুটবলার ভিটালি সাপিলো এবং দিমিত্রি মার্টিনেনকোর পরিবার, বন্ধু এবং সতীর্থদের প্রতি সমবেদনা জানাচ্ছি। এই যুদ্ধে ফুটবলের এমন ক্ষতিতে আমরা মর্মাহত। তাদের দুজনের আত্মা শান্তি পাক।”

জানা গেছে, সাপিলো ইউক্রেনের সেনাবাহিনীতে ট্যাংক কমান্ডার হিসেবে যোগ দিয়েছিলেন।

গত সপ্তাহে ইউক্রেনে আগ্রাসন শুরু করার পর রাশিয়া প্রথমবারের মতো তার সামরিক হতাহতের খবর প্রকাশ্যে জানিয়েছে। দেশটির পক্ষ থেকে বলা হয়, প্রায় ৫০০ সৈন্য নিহত হয়েছে এবং প্রায় ১,৬০০ জন আহত হয়েছে। ইউক্রেন তাদের থেকে রাশিয়ার ক্ষতি বেশি হয়েছে বলে জানিয়েছিল। তবে তাদের নিজস্ব সামরিক হতাহতের খবর তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি।

Link copied!