• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

রাশিয়ার ম্যাচ বয়কট করল পোল্যান্ড


ফারজানা ববি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২২, ১১:৩৩ এএম
রাশিয়ার ম্যাচ বয়কট করল পোল্যান্ড

ইউক্রেন আক্রমণের জেরে রাশিয়ার বিপক্ষে বিশ্বকাপ প্লে-অফ ম্যাচ বয়কট করেছে পোল্যান্ড। ২৪ মার্চ মস্কোয় ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

পোলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সেজারি কুলেজা জানিয়েছেন, পোল্যান্ড ম্যাচটি খেলতে চায় না।

পোলিশ অধিনায়ক রবার্ট লেভানডভস্কি বলেছেন, “আমরা এটা ভান করে থাকতে পারি না যে কিছুই হচ্ছে না।”

বৃহস্পতিবার ফিফা জানিয়েছে, পোল্যান্ড, সুইডেন এবং চেক প্রজাতন্ত্র যৌথ বিবৃতিতে রাশিয়ায় প্লে-অফ ম্যাচ খেলা উচিত নয় বলে জানানোর পরে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।

সুইডেন এবং চেক প্রজাতন্ত্রের বিপক্ষে প্লে-অফ টাইয়ের বিজয়ী রাশিয়া বিশ্বকাপের ফাইনালে জায়গা পেতে পারে, যা নভেম্বরে কাতারে শুরু হবে।

সুইডেন পোল্যান্ডের সাথে যোগ দিয়ে বলেছে, তারা রাশিয়ার বিপক্ষে খেলবে না, যেখানেই ম্যাচটি খেলা হোক না কেন। কারণ হিসেবে জানিয়েছে, ইউক্রেনের ওপর অবৈধ এবং গভীর অন্যায় আক্রমণ। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন রাশিয়ার সাথে জড়িত প্লে-অফ ম্যাচগুলো বাতিল করার জন্য ফিফাকেও আহ্বান জানিয়েছে।

খেলা বিভাগের আরো খবর

Link copied!