• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

রাতে আইপিএলে মুখোমুখি নতুন দুই দল


ফারজানা ববি
প্রকাশিত: মার্চ ২৮, ২০২২, ১২:৩৯ পিএম
রাতে আইপিএলে মুখোমুখি নতুন দুই দল

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উন্মাদনা শুরু হয়ে গেছে। সোমবার (২৮ মার্চ) নতুন দুই দল গুজরাট টাইটানস ও লখনৌ সুপার জায়ান্টস মাঠে নামবে। এ বছরই আইপিএলের উত্তেজনার আসরে নাম লিখিয়েছে তারা। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৮টায়।

লখনৌ সুপার জায়ান্টদের একমাত্র সমস্যা তারা পূর্ণ শক্তির দল মাঠে নামাতে পারবে না। ইংল্যান্ডের তারকা খেলোয়াড় মার্ক উড কনুইয়ের চোটের কারণে পুরো মৌসুম থেকে বাদ পড়েছেন। তার জায়গায় অবশ্য অস্ট্রেলিয়ান অ্যান্ড্রু টাই এসেছেন। মার্কাস স্টয়নিস, জেসন হোল্ডার ও কাইল মায়ার্সকে তাদের জাতীয় দলের খেলার পর আইপিএলের দ্বিতীয় সপ্তাহে পাওয়া যাবে। দলটিকে ব্যাক আপ নিয়ে কাজ সারতে হবে। অবশ্য তাদের সবচেয়ে বড় শক্তি উদ্বোধনী জুটি কে এল রাহুল এবং কুইন্টন ডি কক।

জেসন রয়ের সরে যাওয়া টাইটানসের জন্য বড় ক্ষতি। তার স্থলাভিষিক্ত হিসেবে বাংলাদেশের তাসকিন আহমেদকে চেয়েছিল দলটি। তাকে না পেয়ে দলে ভিড়িয়েছে রহমানুল্লাহ গুরবাজকে। তবে তাদের বোলিং আক্রমণের জন্য প্রস্তুত রশিদ খান, লোকি ফার্গুসন ও মোহাম্মদ শামি। অবশ্য উভয় দলের উদ্বেগের কারণ মিডল অর্ডার। সুপার জায়ান্ট দলের আছে ক্রুনাল এবং টাইটানসদের আছে রাহুল তেওয়াতিয়া এবং ডেভিড মিলার। কিন্তু সমস্যা হলো তারা সবসময় ধারাবাহিক ছিলেন না। টাইটানসে হার্দিক পান্ডিয়াও আছেন। কিন্তু গত বছরের নভেম্বর থেকে তিনি খেলেননি।

সম্ভাব্য একাদশ 

গুজরাট টাইটানস : শুভমান গিল, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), ঋদ্ধিমান সাহা/বিজয় শঙ্কর, অভিনব মনোহর, ডেভিড মিলার, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), রাহুল তেওয়াতিয়া, রশিদ খান, আর সাই কিশোর, লকি ফার্গুসন ও মোহাম্মদ শামি।

লখনৌ সুপার জায়ান্টস : লোকেশ রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), মনীশ পান্ডে, দীপক হুদা, মনন ভোহরা, ক্রুনাল, অঙ্কিত রাজপুত, কে গৌথাম, রবি বিষ্ণোই, দুশমন্থ চামেরা ও আভেশ খান।

খেলা বিভাগের আরো খবর

Link copied!