• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাতে মাঠে নামছে পিএসজি, রিয়াল মাদ্রিদ ও ম্যানসিটি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২১, ০৯:৫৫ পিএম
রাতে মাঠে নামছে পিএসজি, রিয়াল মাদ্রিদ ও ম্যানসিটি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পৃথক পৃথক ম্যাচে রাতে মাঠে নামছে ইউরোপের জায়ান্টরা। গ্রুপ পর্বের এ লড়াইয়ে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, ম্যান সিটি, পিএসজি, আথলেটিকো মাদ্রিদ, ইন্টার মিলান ও এসি মিলানের মতো জায়ান্ট ক্লাবগুলো। 

বুধবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০.৪৫ মিনিটে মাঠে নামবে বরুশিয়া ডর্টমুন্ড ও শাকটার দুনেস্ক। জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের প্রতিপক্ষ তুরস্কের ক্লাব বেসিকতাস। একই সময়ের আরেক ম্যাচে ইউক্রেনের ক্লাব ডায়নামো কিয়েভের প্রতিপক্ষ পর্তুগালের ক্লাব বেনফিকা। 

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ১ টায় মুখোমুখি হবে ইউরোপের হেভিওয়েটসরা।

ইতালির ক্লাব ইন্টার মিলানের প্রতিপক্ষ স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাব আথলেটিকো মাদ্রিদ খেলবে পর্তুগালের ক্লাব পর্তুর বিপক্ষে। 

মেসি, নেইমারের পিএসজি খেলবে ক্লাব ব্রুজের বিপক্ষে, ইংলিশ ক্লাব লিভারপুলের প্রতিপক্ষ শক্তিশালী এসি মিলান। 

এছাড়া গতবারের রানার্স আপ ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ আরবি লাইপজিগ, স্পোর্টিং খেলবে নেদারল্যান্ডের ক্লাব আয়াক্সের বিপক্ষে। 

সনি নেটওয়ার্কে ম্যাচগুলো উপভোগ করা যাবে। 

Link copied!