• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাওয়ালপিন্ডিতে নয়, মুলতানে হবে ক্যারাবিয়ান সিরিজ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১, ২০২২, ০৮:১২ পিএম
রাওয়ালপিন্ডিতে নয়, মুলতানে হবে ক্যারাবিয়ান সিরিজ
ছবি সংগৃহীত

পাকিস্তানের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী সোমবার (৬ জুন) ইসলামাবাদে পা রাখার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের। আগামী ৮ জুন সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু  রাজনৈতিক অস্থিরতার কারণে ম্যাচের ভেন্যু পরিবর্তন করে মুলতানে সরিয়ে নেওয়া হয়েছে।

সম্প্রতি পাকিস্তানের সংসদে অনাস্থা ভোটে পরাজিত হয়ে ক্ষমতা হারানো প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক-ই ইনসাফ ওইদিন ইসলামাবাদে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে। তাই যেকোনো ধরণের পরিস্থিতি থেকে দূরে থাকতেই ইসলামাবাদের নিকটস্থ রাওয়ালপিন্ডি শহর থেকে ম্যাচ সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তানের সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও প্রধানমন্ত্রী ইমরান খান ক্ষমতাচ্যূত হওয়ার পরে বর্তমান সরকারের বিরুদ্ধে লাগাতার বিক্ষোভ মিছিল করার পরিকল্পনা করেছেন। ফলে খেলা চলাকালে বিভিন্ন সমস্যা হতে পারে ভেবে পিসিবি ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। ৬ জুন ইসলামাবাদ পৌঁছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল সে দিনই চার্টার্ড বিমানে মুলতানে চলে যাবে।

এতদিন পাকিস্তানে আন্তর্জাতিক ম্যাচের আয়োজন করা হত মূলতঃ করাচির ন্যাশনাল স্টেডিয়াম ও লাহৌরের গাদ্দাফি স্টেডিয়ামে। কিন্তু এই সিরিজের জন্য বিকল্প কেন্দ্র হিসাবে মুলতানকেই ঠিক করে রেখেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাই সেখানেই হবে তিন ম্যাচের সিরিজ।

উল্লেখ্য, আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অন্তর্ভুক্ত পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের এক দিনের সিরিজটি মাঠে গড়াবে যথাক্রমে ৮,১০ ও ১২ জুন।

Link copied!