গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে জুভেন্টাস থেকে সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্লাবের হয়ে রেকর্ডের পাশাপাশি দেশের হয়েও অনন্য এক রেকর্ড করেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো। দেশের হয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের মালিক হয়েছেন এ পর্তুগিজ তারকা।
পর্তুগালের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে রিপাবলিক অব আয়ারল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন রোনালদো। ১-০ গোলে পিছিয়ে থাকার পর ৮৯তম মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান সিআর-৭। ম্যাচের যোগ করা সময়ে আরেকটি গোল করে দলকে এগিয়ে নেন তিনি। এ গোলের মাধ্যমেই আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের মালিক হয়ে যান তিনি।
৩৬ বছর বয়সী এ ফুটবলারের দেশের হয়ে গোল এখন ১১১টি। এর আগে রেকর্ডটি ছিল ইরানের লিজেন্ড আলী দাইয়ের দখলে। ১৪৯ ম্যাচে রেকর্ড ১০৯ গোল করেছিলেন তিনি। রেকর্ড নিজের দখলে নিতে রোনালদো খেলেছেন ১৮০ ম্যাচ।
আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন মালয়েশিয়ার মোক্তার আলী। ১৪২ ম্যাচে ৮৯ গোল করেন তিনি।
তালিকার সপ্তম স্থানে রয়েছেন ব্রাজিলের লিজেন্ড পেলে। দেশের হয়ে ৯২ ম্যাচে ৭৭ গোল করেন তিনি।
ছয়বারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি রয়েছেন তালিকার অষ্টম স্থানে। আর্জেন্টিনার হয়ে ১৫১ ম্যাচে ৭৬ গোল করেন তিনি।