ম্যানচেস্টার ইউনাইটেডের খুব বাজে সময় কাটছে। এফএ কাপের চতুর্থ রাউন্ড থেকে বিদায় নেওয়ার পর প্রিমিয়ার লিগেও তলানির দলের সাথেও পেরে উঠছে না। বার্নলির সঙ্গে আজ বুধবার ১-১ গোলে ড্র করে ম্যানইউ ছিটকে গেছে সেরা চার থেকে।
কম দুর্বল দল বলেই পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই মাঠে নেমেছিল ম্যানইউ। ম্যাচের প্রথমদিকে আধিপত্য রেখেই খেলেছে তারা। প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে খেলার প্রতিদানও পেয়েছিল।
ম্যাচের ১৩ মিনিটেই ভারানে গোল পেয়েছিল। কিন্তু গ্যারি ম্যাগুইরে ফাউল করায় ভিএআর দেখে বাতিল করা হয় গোলটি। তবে এর ৫ মিনিট পরই দলকে দৃষ্টিনন্দন গোলে এগিয়ে দেন পল পগবা। এর কিছুক্ষণ পর ম্যানইউর আরও একটি গোল বাতিল হয়। তবে এই গোলটি ছিল আত্মঘাতী। কিন্তু বিধি বাম! পগবার ফাউলে বাতিল হয় গোলটি।
বারবার সুযোগ পেয়েও হাতছাড়া হওয়া ম্যানইউকে বার্নলি হতাশ করে ম্যাচের ৪৭ মিনিটে। জে. রদ্রিগেজ স্কোর করে দলকে ১-১ গোলের সমতায় পৌঁছে দেন।
দ্বিতীয়ার্ধে কোনো গোল পায়নি দু'দল। ম্যাচের শেষদিকে রোনালদো মাঠে নামলেও ফলাফলের কোনো পরিবর্তন ঘটেনি। ফলে তলানির দলটির বিপক্ষে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় ম্যানইউকে।