• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ম্যানইউকে হতাশ করল সাউথহ্যাম্পটন


ফারজানা ববি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২২, ১০:৪৩ এএম
ম্যানইউকে হতাশ করল সাউথহ্যাম্পটন

ম্যানচেস্টার ইউনাইটেডের খুব বাজে সময় কাটছে। লিগে শিরোপার দৌড়ে পিছিয়েই যাচ্ছে দলটি। ওল্ড ট্রাফোর্ডে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে সাউথহ্যাম্পটনের বিপক্ষে ১-১ গোলে ড্র করে পয়েন্ট খুইয়েছে দলটি।

এই নিয়ে টানা দুই ম্যাচ ড্র করেছে দলটি। ম্যাচের শুরুতে প্রতিপক্ষের ওপর বেশ চাপ ফেলেছিল রোনালদোর দল। ম্যাচের সপ্তম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ইউনাইটেড।

ম্যাচের ২১ মিনিটে এগিয়ে যায় ইউনাইটেড। ইংলিশ ফরোয়ার্ড জে. সানচো দলকে লিড এনে দেন। ইউনাইটেডের গোলের পর প্রতিপক্ষ সাউথহ্যাম্পটন তাদের ওপর চড়াও হয়ে খেলতে থাকে। তবে গোল না পেয়েই তাদের বিরতিতে যেতে হয়।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের ৪৮ মিনিটে সমতায় আসে সাউথহ্যাম্পটন। সি. অ্যাডামসের গোলে লড়াই জমজমাট হয়ে ওঠে। ম্যাচের ৬১ মিনিটে ইউনাইটেডের দুর্দান্ত শট ঠেকিয়ে দেন সাউথহ্যাম্পটন গোলরক্ষক। ম্যাচে আর গোল না হলে ১-১ গোলের ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ম্যানচেস্টার ইউনাইটেডকে।

লিগে ২৪ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ইউনাইটেড। শীর্ষে আছে বর্তমান শিরোপাধারী ম্যানচেস্টার সিটি।

খেলা বিভাগের আরো খবর

Link copied!