• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ম্যাক্সওয়েলের ব্যাটিং দৃঢ়তায় হোয়াইটওয়াশের পথে শ্রীলঙ্কা  


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২২, ০৬:৪১ পিএম
ম্যাক্সওয়েলের ব্যাটিং দৃঢ়তায় হোয়াইটওয়াশের পথে শ্রীলঙ্কা  
ছবি সংগৃহীত

অস্ট্রেলিয়ার জয়রথ যেন চলছেই। টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের পর যেন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে অজিরা। ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আগেই নিশ্চিত হয়ে হয়ে গেছিল তাদের। যার কারণে দলের নিয়মিত তিন পেসার মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হেইজেলউডকে বিশ্রামে পাঠিয়ে দেয় অস্ট্রেলিয়া।

এমন সমীকরণের ম্যাচেও টস হেরে ব্যাট করতে নেমে বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি সফরকারীরা। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৮ রানেই থামে শ্রীলঙ্কার ইনিংস। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে চাপে পড়লেও অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ও জশ ইংলিসের ব্যাটিং দৃঢ়তায় টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়নরা ৬ উইকেটের সহজ জয় পায়।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) মেলবোর্ন ক্রিকেট মাঠে চতুর্থ টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়া ৬ উইকেটে হারায় শ্রীলঙ্কাকে। টানা চার জয়ে সিরিজে লঙ্কানদের হোয়াইটওয়াশ করার মঞ্চ তৈরি করে রেখেছে অ্যারন ফিঞ্চের দল। 

এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে বড় সংগ্রহের ইঙ্গিত দেয় শ্রীলঙ্কা। টপ অর্ডারের প্রথম চার ব্যাটসম্যন পেয়েছেন দুই ফিগার। কিন্তু মিডল অর্ডারের ব্যর্থতায় শেষ পর্যন্ত ১৩৮ রানেই থামে শ্রীলঙ্কার ইনিংস।
 
জবাবে রান তাড়া করতে নেমে শুরুতে শ্রীলঙ্কার বোলারদের রোষানলে পড়েন অজি ব্যাটাররা। পঞ্চাশ রান তুলতেই হারিয়ে ফেলে ৩ উইকেট। কিন্তু চতুর্থ উইকেটে ম্যাক্সওয়েল ও ইংলিসের ৪১ বলে ৭১ রানের জুটি জয়ের পথ সুগম করে দেয়। ২ ছক্কা ও ৩ চারে ২০ বলে ইংলিস ৪০ রান করে ইংলিস ফিরে গেলেও ১১ বল আগেই ম্যাক্সওয়েলের দৃঢ়তায় জয় সঙ্গে নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া। 

আগামী রোববার একই ভেন্যুতে হবে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি। 

Link copied!