• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬
আইপিএল ২০২২

মোস্তাফিজের তিন উইকেট, দিল্লির লক্ষ্য ১৭২


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২, ২০২২, ১০:০০ পিএম
মোস্তাফিজের তিন উইকেট, দিল্লির লক্ষ্য ১৭২
ছবি সংগৃহীত

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে নবাগত দল গুজরাট টাইটান্সের ওপেনার শুভমান গিলের ৪৬ বলে ঝোড়ো ৮৪ রানে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭১ রান করেছে হার্দিক পান্ডিয়ার দল।

এদিন দিল্লির একাদশে প্রথমবার সুযোগ পেয়েই বল হাতে ৪ ওভারে ২৩ রানের বিনিময়ে ৩ উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশি কাটার মাষ্টার মোস্তাফিজুর রহমান।

শনিবার (২ এপ্রিল) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের ওপেনার ম্যাথু ওয়েডকে ইনিংসের প্রথম ওভারেই ফেরান মোস্তাফিজ। এরপর বিজয় শঙ্করকে সঙ্গে নিয়ে গিল পাওয়ার প্লেতে আর উইকেট হারাতে দেননি। যার ফলে ৬ ওভারে ৪৪ রানে ১ উইকেট হারায় গুজরাট।

শঙ্কর ২০ বলে ১৩ রানে বিদায় নেয়ার পর ব্যাট করতে আসেন হার্দিক। পরে গিল ও হার্দিক দুজনে মিলে ৬৫ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান। গিলের ফিফটির পর গুজরাট অধিনায়ক ২৭ বলে ৩১ রান করে বিদায় নেন খলিল আহমেদের বলে।

এরপর ৪৬ বলে ঝোড়ো ৮৪ রান করে ওই খলিল আহমেদের বলে অক্ষর প্যাটেলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান। শেষ ওভারে মোস্তাফিজ রাহুল তেওয়াতিয়া ও অভিনব মনোহারের উইকেট তুলে নিলে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭১ রানে থামে গুজরাটের ইনিংস।

Link copied!