বিশ্বকাপের গ্রুপ পর্বে এখনো জয়ের দেখা পায়নি বাংলাদেশ। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে তারা। এই ম্যাচের আগে কোনো সুখবর নেই বাংলাদেশ শিবিরে। ব্যাটিং বা বোলিং—কোনো বিভাগেই প্রত্যাশিত সাফল্য পাচ্ছে না বাংলাদেশ।
বাংলাদেশের বোলিং আক্রমণের প্রধান ভরসা মোস্তাফিজুর রহমান। কিন্তু টুর্নামেন্টে এখন পর্যন্ত নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি কাটার মাস্টার। তবে ফিজকে নিয়ে এখনো আশা দেখছেন সাবেক ভারতীয় পেসার অজিত আগারকার। মোস্তাফিজকে আরও আক্রমণাত্মক ভূমিকায় দেখতে চান তিনি।
আগের দুই ম্যাচে মোস্তাফিজকে দিয়ে ৩ ওভার করিয়েছেন অধিনায়ক। আগারকারের মতে, তাকে দিয়ে ৪ ওভার করানো উচিত। তাতে কিছু রান বেশি দিলেও উইকেট নেওয়ার সম্ভাবনা বেড়ে যাবে।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে আগারকার বলেন, “শ্রীলঙ্কার বিপক্ষে মোস্তাফিজ মাত্র ৩ ওভার বল করেছেন। এমনকি ইংল্যান্ডের বিপক্ষে তাকে দিয়ে ৩ ওভার বল করানো হয়। সে খারাপ বল করেনি। কিন্তু আপনার প্রধান বোলারকে উইকেট নিতে হবে।”
ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ বেশ দীর্ঘ। তাই ক্যারিবীয়দের বিপক্ষে দলের প্রধান বোলার হিসেবে মোস্তাফিজকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। অন্তত এমনটাই মনে করেন আগারকার। তিনি বলেন, “তারা হয়তো তাকে আরো আক্রমণাত্মক ভূমিকায় রাখতে পারে। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। কারণ, তাদের ব্যাটিং লাইনআপ বেশ লম্বা ও মারকুটে।”