মেসিহীন মৌসুমের প্রথম ম্যাচে ঘরের মাঠে সহজ জয় পেল বার্সোলোনা। রিয়াল সোসিয়াদকে ৪/২ গোলে হারিয়েছে রোনাল্ড কোমানের দল। বার্সার হয়ে দুই গোল করেন মার্টিন ব্রাথওয়েট ও একটি করে গোল করেন ডিফেন্ডার জেরার্ড পিকে ও মিডফিল্ডার সার্জিও রবার্তো। সোসিয়াদের হয়ে গোল করেন লোবেটে সিয়েনফোগস ও ওরাইজাবাল।
খেলার শুরুতেই বল দখলে নিয়ে প্রতিপক্ষকে চাপে রাখে বার্সা। ম্যাচের বারো মিনিটেই এগিয়ে যেতে পারতো স্বাগতিক দল। কিন্তু গ্রিজম্যানের গোল বারে প্রতিহত হয়।
ম্যাচে এগিয়ে যেতে অবশ্য বেশি সময় নেয়নি বার্সা। উনিশ মিনিটে নেদারল্যান্ডসের স্ট্রাইকার মেমফিস ডিপাইয়ের শটে দুর্দান্ত হেডিংয়ে গোল করেন ডিফেন্ডার জেরার্ড পিকে। ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে ফ্র্যাংকি ডি জংয়ের শটে দুর্দান্ত হেডিংয়ে গোল করেন ডেনমার্কের মার্টিন ব্রাথওয়েট। ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতীতে যায় বার্সা।
ম্যাচের ৫০ মিনিটে গোলকিপারকে একা পেয়েও গোল করতে পারেননি লেফট ব্যাক জর্দি আলবা। এরপর রিয়াল সোসিয়েদাদ আক্রমণ করলেও গোল করতে ব্যর্থ হয়েছেন।
ম্যাচের ৫৯ মিনিটে জর্দি আলবার এ্যাসিস্টে গোল করেন মার্টিন ব্রাথওয়েট। ম্যাচের ৭০ মিনিটে ডি জং ও ডেস্টের বদলি হিসেবে যথাক্রমে সার্জিও রবার্টো ও এমারসন রয়্যালকে নামান কোমান।
ম্যাচের ৮২ ও ৮৫ মিনিটে যথাক্রমে সিয়েনফোগস ও ওরাইজাবাল গোল করে চাপে ফেলেন বার্সাকে। কিন্তু বদলি নামা সার্জিও রবার্তো অতিরিক্ত সময়ে গোল করলে ব্যবধান দাড়ায় ৪-২।
ম্যাচের বাকি সময়ে আর কোন গোল না হলে এই ব্যবধান নিয়েই মাঠ ছাড়ে বার্সা। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মার্টিন ব্রাথওয়েট।