• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

মেসির জার্সি বিক্রি করেই এত আয় পিএসজির! 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৩, ২০২১, ০৮:৩৫ পিএম
মেসির জার্সি বিক্রি করেই এত আয় পিএসজির! 

প্যারিসের ক্লাবটির হয়ে স্বাক্ষর করার পরেই মেসির ৩০ নম্বর জার্সির সংকট দেখা গিয়েছে। ২০ মিনিটের মধ্যেই শেষ হয়েছে মেসির নামের সব জার্সি। এক ভিডিওতে ক্লাবের অফিশিয়াল স্টোরের সামনে মেসির জার্সির জন্য সমর্থকদের লম্বা লাইন দেখা যায়। 

ফ্রান্সের এক সাংবাদিকের তথ্যমতে, নাইকি ধারণা করছে এই সিজনে মেসির প্রায় ১০ মিলিয়নের বা ১ কোটির মতো জার্সি বিক্রি হবে। 

নিউজ এজেন্সি রয়টার্সের তথ্যমতে, পিএসজির অফিশিয়াল স্টোর থেকে অন্যান্য চার্জসহ একটা জার্সির দাম পড়বে প্রায় ১৬৫ ইউরো বা ১৯৪ ডলার!

অফিশিয়ালি প্রতি জার্সির মূল্য ১৫৮ ইউরো করে হলেও ১০ মিলিয়নের দাম প্রায় ১৫৮০ মিলিয়ন বা ১.৫৮ বিলিয়ন ইউরো, যা মেসির পেছনে পিএসজির খরচের প্রায় ২২ গুণ বেশি! 

সংবাদ সংস্থা সিএনবিসির তথ্যানুসারে মেসির সাইনিং বোনাস ছিল ৩১ মিলিয়ন এবং বার্ষিক বেতন পাবে ৪১ মিলিয়ন।

পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি সংবাদ মাধ্যমে জানিয়েছিল, “মেসির থেকে প্রাপ্ত আয়ের বিষয়ে জানলে বিশ্ব হতবাক হবে।” 

হতবাক হওয়ার মতো বিষয়ই। বলতে হবে মেসিকে তাহলে খুব কম খরচেই পেয়ে গেছে পিএসজি।

Link copied!