• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

মাঠে ফিরলে তরুণরা খেলতে লজ্জা পাবে: পিটারসেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২২, ০৯:৩৯ পিএম
মাঠে ফিরলে তরুণরা খেলতে লজ্জা পাবে: পিটারসেন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পাশাপাশি টি-টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজি লিগ থেকেও দূরে আছেন কয়েক বছর ধরেই। ধারাভাষ্য কিংবা বিশ্লেষক হিসেবে মাঠে থাকলেও দীর্ঘদিন ব্যাট হাতে দেখা যায়নি সাবেক ইংলিশ অধিনায়ক কেভিন পিটারসেনকে।

তবে অবসরে যাওয়া ক্রিকেটারদের নিয়ে আয়োজিত লেজেন্ডস লিগ ক্রিকেটে তার কারিশমা দেখে তাজ্জব বনে গেছে গোটা ক্রিকেট বিশ্ব। একের পর এক ম্যাচে ধারবাহিকভাবে রান করে যাচ্ছেন তিনি। চার আর ছয়ের যেভাবে গ্যালারি মাতাচ্ছেন তাতে বয়স বোঝার কোন উপায়ই নেই।

প্রথম ম্যাচে এশিয়া লায়ন্সের বিরুদ্ধে ১১ বলে ১৪ রান করেন পিটারসেন। দ্বিতীয় ম্যাচে ইন্ডিয়া মহারাজাসের বিরুদ্ধে ২৭ বলে ৫৩ রান করেন তিনি। ২টি চার ও ৬টি ছক্কা মেরেছেন এই ইনিংসে।

এরপর এশিয়া লায়ন্সের বিপক্ষে ফিরতি ম্যাচে ৩৮ বলে ৮৬ রান করেন পিটারসেন। ৯টি চার ও ৭টি ছক্কা মারেন এই ইংলিশ অলরাউন্ডার।

সব মিলিয়ে এই টুর্নামেন্টের ১৫টি ছক্কা হাঁকিয়েছেন পিটারসেন। ২টি হাফসেঞ্চুরিসহ ব্যক্তিগত সংগ্রহ ৫১ গড়ে ১৫৩ রান। স্ট্রাইক রেট ২০০ এর উপরে।

যেআভবে ব্যাট করছেন পিটারসেন, তাতে আন্তর্জাতিক ম্যাচ খেলুড়ে ক্রিকেটাররাও অবাক। টুইটারে কেউ কেউ তাকে ভারতের টি-টোয়েন্টি টুর্নানামেন্ট আইপিএলে ফেরারও আমন্ত্রণ জানান। জবাবে পিটারসেন ঠাট্টা করে বলেন, তিনি যদি আইপিএলে ফিরে আসেন, তাতে সর্বোচ্চ ভিত্তিমূল্য হবে তার। সম্ভবত আইপিলের সর্বোচ্চ স্কোরার হয়ে যেতে পারেন। তাতে এখনকার ক্রিকেটাররাও লজ্জা পেয়ে যাবেন।

খেলা বিভাগের আরো খবর

Link copied!