• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

মাঠে ফিরলেন মাশরাফী, লক্ষ্য বিপিএল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২২, ০৬:৪৮ পিএম
মাঠে ফিরলেন মাশরাফী, লক্ষ্য বিপিএল

বাংলাদেশের সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা শেষ ম্যাচ খেলেছেন ২০২০ সালে। বঙ্গবন্ধু বিপিএলের ফাইনাল খেলার পর আর কোনো ধরনের ম্যাচ খেলেননি তিনি। একসময় নিয়মিত মাঠে দৌড়ানো মাশরাফীকে দেখা যায় এখন কালে-ভদ্রে। সামনেই বিপিএল। নিজেকে ঝালাই করার জন্য আবারও মাঠে ছুটেছেন তিনি।

এবারের বিপিএলে ঢাকা দলে একসঙ্গেই খেলবেন মাশরাফী, মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল। এই তিনজনের অনুশীলন শেষে মাঠে দারুণ আড্ডাও হলো।

অনুশীলন শেষে সাংবাদিককের মুখোমুখি হয়ে মাশরাফী বলেন,‍ “বিপিএলের জন্য ফিরলাম। খানিকটা ব্যাক পেইন আছে। আজ দীর্ঘদিন পর এসেছি। একটু সময় লাগবে হয়তো। সামনে বিপিএল আছে, এ কারণেই আস্তে আস্তে শুরু করছি। ব্যাক পেইনের অবস্থার ওপর নির্ভর করছে।”