শুক্রবার (৪ ফেব্রুয়ারি) ভেস্তে গেলে বিপিএলের দিনের প্রথম ম্যাচ। ফরচুন বরিশালের বিপক্ষে সিলেট সানরাইজার্সের ম্যাচ ছিল। মিনিস্টার ঢাকা ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচও শঙ্কায়। এরই মধ্যে মাঠে ঢাকার বিদেশী বিভাগের ক্রিকেটার মোহাম্মদ শেহজাদকে দেখা গেল ধূমপান করতে।
চট্টগ্রামের পালা শেষ করে বিপিএলের ম্যাচ এখন মিরপুরে। আফগানিস্তানের ওপেনার শেহজাদ মিরপুরে মাঠেই ধূমপান করেছেন। তবে ইলেকট্রিকাল সিগারেট ব্যবহার করতে দেখা গেছে তাকে। ধোঁয়া ওড়ানোর মুহূর্তে এক আলোকচিত্রীর ক্যামেরায় ধরা পড়েন এই তারকা।
এদিকে, ঢাকা-কুমিল্লা দুদলই অপেক্ষা করছে বৃষ্টি থামার। আপাতত বৃষ্টি থামলেই মাঠে গড়াবে দুই দলের ম্যাচ। তবে ঢাকার আকাশ আজ ম্যাচ মাঠে গড়ানোর পক্ষে না। সেক্ষেত্রে প্রথম ম্যাচের মতো বাতিল হতে পারে দিনের দ্বিতীয় ম্যাচটিও এবং পয়েন্ট ভাগ করে দেওয়া হবে ঢাকা ও কুমিল্লাকে।