পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে অবস্থান করছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এরই মধ্যে অনুশীলন শুরু করে দিয়েছেন ব্ল্যাক ক্যাপসরা। আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে ক্রিকেটের ছোট ফরম্যাটের এ লড়াই। টাইগারদের বিপক্ষে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত কিইউরা। এমনটাই জানিয়েছেন পাঁচ বছর পর বাংলাদেশে খেলতে আশা ভারতীয় বংশোদ্ভোত রাচীন রবীন্দ্র।
বাংলাদেশের কন্ডিশন অচেনা হলেও সহজেই মানিয়ে নিতে চান রবীন্দ্র। তিনি বলেন, “অবশ্যই একটু অচেনা কন্ডিশন। নিউজিল্যান্ডে আমরা যেমন উইকেটে খেলি, এখানে তার চেয়ে ভিন্ন। এই কন্ডিশন ও তাপের সঙ্গে আমাদের একটু মানিয়ে নিতে হবে।”
মিরপুরের পিচ নিয়ে তিনি বলেন, “অবশ্যই অনেক আলাদা এখানে। পিচে অনেক টার্ন থাকবে, বল ধীরে আসবে। আমাদের জন্য এটি দারুণ চ্যালেঞ্জ হবে। আগামী কয়েক দিনে এখানে মানিয়ে নেওয়া ও নিজেদের পরিকল্পনা সাজিয়ে নিতে হবে।”
লিউজিল্যান্ডের চেয়ে ওভারপ্রতি কম রান তুললেও এখানে খেলায় টিকে থাকা যাবে জানিয়ে রবীন্দ্র বলেন, “এখানে আমাদের সোজা ব্যাটে খেলতে হবে। একটু বুঝেশুনে ব্যাট করতে হবে। এখানে হয়তো ওভারপ্রতি ৬ রানই যথেষ্ট হবে। নিউ জিল্যান্ডে যেটা ওভারপ্রতি ৮ বা ১০।”
রানের বিষয়ে রবীন্দ্র আরও বলেন, “আমাদের রান করার প্রত্যাশা হয়তো এখানে একটু কমাতে হবে। উইকেটে গিয়ে বুঝতে হবে, আমরা কেমন রান করতে চাই। অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজে যা দেখেছি, ১৩০ রান হয়তো এখানে জয়ের মতো স্কোর। আশা করছি আমরা এই প্রত্যাশা পূরণ করতে পারব। ওরা যদি ডট বলও করে তবুও সমস্যা নেই, আপনি যতক্ষণ ক্রিজে আছেন ততক্ষণ সেটা পুষিয়ে নেওয়ার সুযোগ থাকবে।”
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১ সেপ্টেম্বর। সিরিজের বাকি ম্যাচগুলো হবে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। পাঁচ ম্যাচের সব কটি হবে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।