• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০, ৮ রজব ১৪৪৬

ভারত-পাকিস্তান সিরিজ নিয়ে যা বললেন রমিজ রাজা 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২১, ০৮:৫৩ পিএম
ভারত-পাকিস্তান সিরিজ নিয়ে যা বললেন রমিজ রাজা 

বিশ্বকাপ, এশিয়া কাপ বা বৈশ্বিক কোনো আসর ছাড়া ভারত-পাকিস্তানের মাঠে দেখা হয় না বললেই চলে। বিশ্বজুড়ে সমর্থকদের দাবি পাক-ভারত সিরিজ নিয়ে। এই বিষয়ে কয়েকদিন আগে কথা বলেছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। এবার পাক-ভারত সিরিজ নিয়ে কথা বলেছেন পিসিবির প্রেসিডেন্ট রমিজ রাজা। 

ভারত-পাকিস্তানের সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজটি হয়েছিল ২০১২-১৩ সালে। সেসময় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল পাকিস্তান। এরপর থেকে দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনার কারণে আর মাঠে গড়ায়নি কোনো সিরিজ। 

নিউজিল্যান্ড সিরিজ বাতিলের পর আবারও ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ দিয়ে ক্রিকেট ফিরছে পাকিস্তানে। এমনকি ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান। কিন্তু দুই দেশের যে দ্বন্দ্ব তাতে এই টুর্নামেন্টে ভারত নাও অংশগ্রহণ নাও করতে পারে। 

এই বিষয়ে রমিজ রাজা জানান, ভারত সরকার সম্ভবত ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ভারতীয় ক্রিকেট দলের নাম প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দিতে পারে। যেহেতু সেই ট্রফি পাকিস্তানে হচ্ছে। তবু তিনি বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপর ভরসা রাখছেন তিনি।

রামিজ রাজা বলেন, ‘আন্তর্জাতিক টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোটা সহজ কাজ হবে না। কোনও টুর্নামেন্টের দায়িত্ব কোনও দেশকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু বিভিন্ন ক্রিকেট বোর্ডের মধ্যে এই বিষয়গুলি নিয়েও আলোচনা করা হয়। আমার মতে, ভারত খেলতে আসবে।’

পিসিবি সভাপতি আরও বলেন, ‘কাজের সূত্রেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আমার ভালো সম্পর্ক রয়েছে এবং আমাদের মধ্যে নিয়মিত যোগাযোগও রয়েছে। যখন দুই সাবেক ক্রিকেটার দেশের ক্রিকেট সংস্থার দায়িত্বে থাকেন, তখন তারা ক্রিকেটের বিষয়গুলোতে বেশি ফোকাস করেন। আর প্রশাসনিক দৃষ্টিকোণ থেকেও এটি সহজ বিষয় হয়ে ওঠে।’

খেলা বিভাগের আরো খবর

Link copied!