• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারতের ১০ উইকেট নিয়ে এজাজ প্যাটেলের রেকর্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২১, ০২:০১ পিএম
ভারতের ১০ উইকেট নিয়ে এজাজ প্যাটেলের রেকর্ড

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম দ্বিতীয় টেস্টে স্বাগতিক ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে নিউজিল্যান্ড। তবে দ্বিতীয় দিনে প্রথম সেশনে রাজত্ব করেছেন কিউই বোলাররা।

তবে ‘বোলাররা’ বললে আসলে ভুল হবে। নিউজিল্যান্ডের লেফট আর্ম স্পিনার এজাজ প্যাটেল একাই ধসিয়ে দিয়েছেন ভারতের ব্যাটিং অর্ডার। ইতিহাসের তৃতীয় বোলার হিসেবে টেস্টে এক ইনিংসের ১০ উইকেট পাওয়ার কৃতিত্ব অর্জন করেছেন এজাজ।

মুম্বাই টেস্টে ৪৭ ওভার ৫ বল করে ভারতের সব উইকেট তুলে নিয়েছেন প্যাটেল। এর বিনিময়ে রান দিয়েছেন মাত্র ১১৯। অধিনায়ক বিরাট কোহলিকেও ফিরিয়েছেন শূন্য রানে।

মায়াঙ্ক আগারওয়ালের ১৫০, শুভমানের ৪৪ আর অক্ষর প্যাটেলের ফিফটিতে ভর করে প্রথম ইনিংসে ভারতের সংগ্রহ ৩২৫ রান।

১৮৭৭ সালে টেস্ট ক্রিকেটের প্রচলন হলেও এ পর্যন্ত ইংলিশ ক্রিকেটার জিম লেকার ও ভারতের অনিল কুম্বলে ছাড়া আর কোনো বোলার প্রতিপক্ষের সব কটি উইকেট তুলতে পারেননি।

শনিবার (৪ ডিসেম্বর) দুই কিংবদন্তির রেকর্ডে ভাগ বসিয়েছেন এই কিউই বোলার।

Link copied!