• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ভারতের সঙ্গে ‘সুপার সিরিজ’ খেলতে চায় পাকিস্তান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২২, ০৫:৩৪ পিএম
ভারতের সঙ্গে ‘সুপার সিরিজ’ খেলতে চায় পাকিস্তান

দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তান ক্রিকেট মাঠে বরাবরই চিরপ্রতিদ্বন্দ্বী। তবে বিশ্বকাপের মত বড় আসরে দেখা হলেও রাজনৈতিক ও কূটনৈতিক কারণে এখন আর পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলতে আগ্রহী নয় ভারত।

২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত নিয়মিত সিরিজ খেলেছে দুই দল প্রতিপক্ষ। শেষবার ২০১২ সালে ভারত ও পাকিস্তান ওয়ানডে সিরিজে মুখোমুখি হয়। তবে এরপর দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতির কারণে দুদেশের ক্রিকেট সিরিজ আর মাঠে গড়ায়নি। ফলে দর্শকেরাও বঞ্চিত হচ্ছেন সেই উন্মাদনা থেকে।

তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট রমিজ রাজার এক টুইটকে কেন্দ্র করে আবারও আলোচনায় এসেছে ভারত-পাকিস্তান সিরিজ। নিজের ভেরিফায়েড টুইটারে অ্যাকাউন্টে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে একটি চার জাতির টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছেন তিনি।

পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে নিয়ে প্রস্তাবিত সিরিজকে ‘সুপার সিরিজ’ বলে উল্লেখ করেছেন রমিজ। আর চার দেশকেই পর্যায়ক্রমে এই সিরিজের আয়োজক দেশ হতে আহ্বান জানিয়েছেন তিনি।

সিরিজ থেকে অর্জিত অর্থ থেকে লভ্যাংশ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সদস্যদের ভাগ করে দিতে রাজস্ব মডেল তৈরিরও প্রস্তাব তার। এই পরিকল্পনা সফল হলে সবাই লাভবান হবে বলে মনে করছেন তিনি।

এর আগে ২০১৯ সালে ভারতের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই-এর প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিও এমন প্রস্তাব দিয়েছিলেন। যদিও সেখানে পাকিস্তানের নাম ছিল না।

২০২১ সাল থেকে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত ও শীর্ষস্থানীয় আরেকটি দলকে নিয়ে সুপার সিরিজ আয়োজনের কথা বলেছিলেন গাঙ্গুলি। তবে এ ধরনের সুপার সিরিজ সম্ভব হবে কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ক্রিকেট বিশ্লেষকরা।

কারণ আইসিসির ক্রিকেটের ক্যালেন্ডারের সূচীতে প্রতি বছরই একটি করে টুর্নামেন্ট রয়েছে। তাই ২০৩১ সালের আগে রমিজ রাজার ‘সুপার সিরিজ’ আলোর মুখ দেখবে না বলেই আশঙ্কা তাদের।

 

খেলা বিভাগের আরো খবর

Link copied!