• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভারতের কোচ পদে আবেদন করেছেন দ্রাবিড়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২১, ০৬:১৫ পিএম
ভারতের কোচ পদে আবেদন করেছেন দ্রাবিড়

টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই ভারতের কোচ হিসেবে রবি শাস্ত্রির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। এরই মধ্যে নতুন কোচের জন্য বিজ্ঞাপন দিয়েছে বিসিসিআই। আজ ছিল কোচ হিসেবে আবেদনের শেষ দিন। এদিন আনুষ্ঠানিকভাবে কোচের জন্য আবেদন করেছেন ভারতের সাবেক কিংবদন্তী ব্যাটার রাহুল দ্রাবিড়।

শাস্ত্রির পর ভারতীয় কোচ কে হবেন—এ নিয়ে আলোচনা দীর্ঘ দিনের। তাতে ঘুরে ফিরে আসছিল রাহুল দ্রাবিড়ের নাম। দ্রাবিড় বর্তমানে ভারতের ক্রিকেট একাডেমির ডিরেক্টর। তার অধীনে ভারতীয় ক্রিকেটে এসেছে গুণগত পরিবর্তন। বিশেষ করে ভারতী ক্রিকেটের পাইপলাইনে যে তরুণ প্রতিবার সমাহার, তার পুরো কৃতিত্ব দ্রাবিড়ের বলে মনে করা হয়। তার বিশ্বকাপও জিতেছে ভারতীয় যুবারা। 

দ্রাবিড়কে কোচ করার দাবিও অনেক দিনের। এর মধ্যে আইপিএলের ফাইনালের পর ভারতীয় গণমাধ্যমে খবর এসেছে, দ্রাবিড়ই নাকি হতে যাচ্ছেন ভারতের পরবর্তী কোচ। এ নিয়ে বিসিসিআই সভাপতি ও দ্রাবিড়েরই সাবেক সতীর্থ  সৌরভ গাঙ্গুলী নাকি দ্রাবিড়কে কোচ হতে অনুরোধ করেছেন। বোর্ড সেক্রেটারি জয় শাহও নাকি ছিলেন সেই আলোচনায়। সেই আলোচনার দ্রাবিড় ভারতের কোচ হতে সম্মত হয়েছেন— এমনই খবর এসেছে ভারতীয় গণমাধ্যমও। তবে এ নিয়ে অবশ্য কেউই মুখ খোলেননি। 

পরের অবশ্য ভারতীয় এক গণমাধ্যমে সৌরভ গাঙ্গুলী বলেছিলেন, আইপিএলের ফাইনালে দ্রাবিড়ের সঙ্গে কোচ হওয়া নিয়ে তাদের নাকি কোনো আলোচনাই হয়নি। তারা জাতীয় ক্রিকেট একাডেমি নিয়ে আলোচনা করেছিলেন।

এর মধ্যে আজ আনুষ্ঠানিকভাবে কোচের জন্য আবেদন করেছেন দ্রাবিড়। বিষয়টি নিশ্চিত করে বিসিসিআইর এক জ্যেষ্ঠ কর্মকর্তা আউটলুককে বলেছেন, “হ্যাঁ, দ্রাবিড় আনুষ্ঠানিকভাবে ডেটলাইনের শেষ দিন আবেদন করেছেন।”

Link copied!